কুয়েতে আকামার মেয়াদ বাড়নোর ঘোষণা

কুয়েতের ইমিগ্রেশন কতৃপক্ষ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আরো ৩ মাসের জন্য আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে আরব টাইমাস বিষয়টি নিশ্চিত করে।

সূত্র জানায়, মানবিক কারণ ও আটকে থাকা বিভিন্ন ব্যতিক্রমী মামলার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর থেকে শুরু করে তিন মাসের জন্য একামা এবং ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানান, রেসিডেন্সি পারমিট এবং মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ ২ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে সরকারের। এ সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসীরা বলেন, এই নিয়ে ৩ বার স্বয়ংক্রিয়ভাবে আকামার মেয়াদ বাড়িয়েছে কুয়েত সরকার। এতে করে প্রবাসী আকামাবিহীন শ্রমিকরা হতাশামুক্ত হবেন।

সূত্র আরো জানিয়েছে, রেসিডেন্সি বিষয়ক বিভাগগুলিতে লোক সমাগম এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসএইচ-০৫/২৭/২০ (প্রবাস ডেস্ক)