করোনায় ধস নেমেছে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিতে

প্রতি বছর গ্রীষ্মকালীন ছুটিতে পরিবার নিয়ে আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে আসেন অনেক প্রবাসী বাংলাদেশি। কিন্তু বাংলাদেশে এসে হোটেলে কোয়ারেন্টিন আবার আয়ারল্যান্ডে ফিরে হোম কোয়ারেন্টিনের নিয়মের জন্য চলতি বছর অনেকেই দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিতেও। আয়ারল্যান্ডে করোনায় ধস নেমেছে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোতে।

আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা পুরো বছর ধরে অপেক্ষায় থাকেন গ্রীষ্মকালীন ছুটির জন্য। কারণ এ সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই মাস বন্ধ থাকায় তারা দেশ ভ্রমণের সুযোগ পান। আর তাই আগে থেকেই বিমানের টিকিট কেটে প্রস্তুতি নেন তারা। তবে বিশ্বময় করোনায় সব নিয়ম ভঙ্গ হয়ে গেছে।

করোনার কারণে দুই মাস ছুটির মধ্যে বাংলাদেশে হোটেল কোয়ারেন্টিনেই থাকতে হবে দুই সপ্তাহ। আবার আয়ার‌ল্যান্ডে ফিরে নিজ বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হবে- এসব কারণে চলতি বছর দেশে ঘুরতে যাওয়ার আগ্রহ হারিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

এর নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশি ট্রাভেল এজেন্সির ওপর। আশানুরূপ টিকিট বিক্রি না হওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন তারা জানান ঢাকা ট্রাভেলস স্বত্বাধিকারী মোশারেফ হোসেন।

এদিকে চলতি মাস থেকেই প্রতি সপ্তাহে দুই লাখ পঞ্চাশ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে আইরিশ কর্তৃপক্ষ। বর্তমানে দেশটিতে সপ্তাহে এক লাখ ২০ হাজারের কম ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।

এসএইচ-২৫/০৪/২১ (প্রবাস ডেস্ক)