ওমিক্রন আতঙ্কে দক্ষিণ আফ্রিকায় বিপাকে প্রবাসী বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ব্যবসায় মন্দাভাব দেখা দেওয়ায় অনিশ্চয়তায় রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

দক্ষিণ আফ্রিকায় বিগত বছরগুলোতে বড়দিন ঘিরে মাসব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা ভালো চললেও এবার একেবারেই ব্যতিক্রম ঘটেছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে নানা বিধিনিষেধ থাকায় বিক্রিতে দেখা দিয়েছে মন্দাভাব। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি এমন অবনতি হতে থাকলে কর্মসংস্থান হারানোর শঙ্কা করছেন অনেকেই।

দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন রূপ ওমিক্রন প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন-জীবিকায়, সমাজ আর সামাজিকতায়। করোনার দীর্ঘমেয়াদি ক্ষতি আর নানা প্রতিবন্ধকতায় উৎসবের আমেজ হারিয়েছে দেশটির রাষ্ট্রীয় এবং ধর্মীয় দিবসগুলো।

এদিকে করোনায় থাবায় সবচেয়ে খারাপ সময় পার করছে আয়ারল্যান্ড। প্রতিদিন শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে দেশটিতে। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি শঙ্কা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও।

আয়ারল্যান্ডে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ একদিনে শনাক্তের সংখ্যা ২০ হাজারের বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মাঝে।

এদিকে দেশটিতে অন্তত ৯৪ শতাংশ প্রাপ্ত বয়স্কদের করোনার টিকা দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা থাকলেও করোনা রোধে পর্যাপ্ত কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসএইচ-১৬/৩১/২১ (প্রবাস ডেস্ক)