প্রবাসী বাংলাদেশির কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের বিচারক

ক্যান্সারে আক্রান্ত ৭২ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে ভর্ৎসনা করার পর সমালোচনায় পড়ে ক্ষমা চাইলেন ‍যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক।

মিশিগানের জেলা জজ আলেক্সিজ জি ক্রোট এক বিবৃতিতে প্রবাসী বাংলাদেশি বোরহান চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, আমি ভুল করেছি। আমি নির্দয় আচরণ করেছি। যা করেছি তার জন্যে আমি লজ্জিত, দুঃখিত এবং বিব্রত।

মিশিগানের হ্যামট্রাম্যাকের বাসিন্দা বোরহান চৌধুরীর বাড়ির উঠোনের ঘাস বড় হয়ে জঙ্গল হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন প্রতিবেশীরা। শুনানিতে ওই বিচারক বলেছিলেন, ঘাস পরিষ্কার করতে না পারার জন্যে বোরহান চৌধুরীর লজ্জিত হওয়া উচিত।

বোরহান চৌধুরী তার শারীরিক অবস্থার কথা তুলে ধরলেও তখন বিচারকের মন গলেনি। বিচারক বলেছিলেন, তাকে জেল দেওয়ার সুযোগ থাকলে আমি আপনাকে তাই দিতাম।

সেই খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোড়গোল শুরু হয়। ওই বিচারকের অপসারণ দাবি ওঠে। এরপর ভুল বুঝতে পেরে ওই বিচারক ক্ষমা প্রার্থনা করেন। বোরহানের ছেলে শিব্বির চৌধুরী (৩৩) প্রতিবাদে সরব কমিনিউটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসএইচ-০৪/২৫/২২ (প্রবাস ডেস্ক)