রাত ১০:২৬
বুধবার
৬ ই আগস্ট ২০২৫ ইংরেজি
২২ শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
১১ ই সফর ১৪৪৭ হিজরী
spot_img

‘টিসিবির ভুয়া কার্ড বাতিল করে দেওয়া হবে স্মার্ট কার্ড’

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে ভোক্তাদের নতুন করে স্মার্ট কার্ড দেয়ার কথাও জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিএসডি এলাকায় সাইলো’র নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের খাদ্য উপদেষ্টা এ কথা জানান।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান সে ব্যাপারে খুবই সতর্কতার সঙ্গে কাজ করছে সরকার। বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে। কারণ, কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শস্য উৎপাদনে আরও উৎসাহী হবেন। তাই সরকার এ বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে।’

এ বছর বোরোর আশানুরূপ ফলনের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে। এতে করে আমরা একটি ভালো মজুদ গড়ে তুলতে পারবো। বোরোর পাশাপাশি অন্য ফসলের উৎপাদনও যদি ভালো হয় তাহলে টিসিবি এবং ওএমএসসহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিগুলো আমরা আরও ব্যাপকভাবে বাড়াতে পারবো। চালের দাম ক্রমান্বয়ে আরেকটু কমে আসলে আটার দামও কমে যাবে।’

মিলগুলোতে মোটা চাল কেটে চিকন করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, ‘এটি আমরা তদন্ত করে দেখছি। তারা অস্বীকার করলেও বড় যে চাল মিলগুলো রয়েছে, সেগুলোতে আমরা তদন্ত করছি। যদি চাল কেটে চিকন করা হয়, এটা যাতে না করা হয়- এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

গম ও আটার দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন, ‘আমাদের মধ্যবিত্ত সমাজে সবাই আমরা এক বেলা রুটি খাই। আগে মানুষ তিনবেলা ভাত খেয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে গমের চাহিদা রয়েছে বছরে কমপক্ষে ৭০ লাখ টন। আমাদের দেশে গমের আভ্যন্তরীণ উৎপাদন ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম বেসরকারিভাবে আমদানি করতে হয়।’

এআর-০২/০৩/০৫ (জাতীয় ডেস্ক)

কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া

কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) করে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৫ মে) ওই বিমানে করে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘যে বিমানে তিনি (খালেদা জিয়া) গেছেন, কাতারের রয়েল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সময়টা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের ওপর। যখনই নিশ্চিত হব, আবার গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব।’

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান।

এআর-০১/০৩/০৫ (জাতীয় ডেস্ক)

ফারাক্কা বাঁধের অর্ধশত বছর, যা প্রভাব ফেলেছে বাংলাদেশের নদনদীতে

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ অবস্থিত। পদ্মা নদীর উজানে ভারতের গঙ্গায় নির্মিত ব্যারাজটি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হয়েছে। বাংলাদেশের পদ্মাসহ এর শাখা নদ-নদীর গতিপথে এই বাঁধ বিরূপ প্রভাব ফেলেছে।

ভারতে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেওয়ার কারণে পাঁচ দশকে বাংলাদেশের পদ্মার অনেক অংশেই চর জেগেছে, শুকিয়ে মরে গেছে পদ্মার উৎস থেকে সৃষ্টি হওয়া বেশকিছু নদীও। এ নিয়ে অনেকবার বিতর্কের মুখে পড়েছে ভারত। টানাপোড়েন ঘটেছে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে। কিন্তু স্থায়ী সমাধান পায়নি বাংলাদেশ।

গত ৫০ বছরে ফারাক্কা ব্যারাজ বাংলাদেশের নদ-নদীতে যে বিরূপ প্রভাব রেখেছে তার বড় সাক্ষী পদ্মা পাড়ের মানুষ। ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেওয়ায় শুষ্ক মৌসুমে পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। এক সময়ের খরস্রোতা নদীতে চর জাগায় সংকীর্ণ হয়েছে এর গতিপথ।

তবে এর উল্টো চিত্রও রয়েছে। বর্ষা মৌসুমে ফারাক্কার সব গেট খুলে দেয়ার কারণে প্রায় প্রতিবছরই গঙ্গা ও পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দিচ্ছে বন্যা ও ভাঙনের সমস্যা।

ফারাক্কার প্রভাবে পদ্মার অবস্থা

ফারাক্কার বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা নদী। বাংলাদেশের অন্যতম প্রধান এ নদীটি উত্তরবঙ্গে রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

নদী গবেষকরা বলছেন, দেশর দীর্ঘতম এ নদীর গতিপথ থেকে শুরু করে এর শাখা নদ-নদীর প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা। শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধুধু বালুচর।

রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন জানান, তাদের এক গবেষণায় তারা দেখেছেন উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের সময়ের তুলনায় বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মার ৮০ শতাংশ পানির প্রবাহ এখন কমে গেছে।

পদ্মা নদী-তীরবর্তী হাকিমপুরের বাসিন্দা মোহাম্মদ সানাউল্লা পদ্মা নদীকে দেখার ৭০ বছরের অভিজ্ঞতা থেকে বলেন, আগে অনেক স্রোত ছিল, নদী বড় ছিল। এখন তো পুরো চর। বাঁধ যখন ছিল না তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত ছিল। এ নদীর একটা পাড়ে নৌকা ভেড়াতে চারজন লোকও ঘাবড়ে গেছে, কারণ পানির এত স্রোত ছিল। এখন তো শুধু ডাঙ্গা।

পানি কমে যাওয়ায় নদীতে হ্রাস পেয়েছে মাছের পরিমাণও। এ বিষয়ে একজন জেলে জানান, বর্ষা মৌসুমে কিছু মাছ ধরা পড়লেও বছরের অন্যান্য সময় বড় বড় মাছ এখন নদীতে মিলছে না। অনেকে মাছ ধরা পেশা ছেড়ে দিয়েছেন।

পদ্মার শাখা নদ-নদীর মৃত্যু

পানি প্রবাহ ক্ষতিগ্রস্তের কারণে ফারাক্কার বিরূপ প্রভাবে শুকিয়ে গেছে পদ্মার বেশ কিছু শাখা নদ-নদী। পানি সংকটের কারণে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত তার একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে বড়াল নদীর উৎসমুখ।

বড়ালের উৎসমুখে দেখা যায় বিশাল চর, সেখানে পানির প্রবাহ নেই। নদীটির দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে। মাঝখানে সরু নালার মতো। পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত।

পানি সংকটে পদ্মার যে শাখানদীগুলো সংকটে তার মধ্যে অন্যতম কুষ্টিয়ার গড়াই নদী। অর্ধশতাব্দির বেশি সময় পদ্মা আর গড়াই নদীতে মাছ ধরে জীবন-জীবিকা চলছে নায়েব আলীর। তার মতে, পদ্মার শাখা নদী গড়াইকে এখন জীবিত বলা চলে না। এই নদীতে আগের মত মাছ নেই। চর জেগেছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, গড়াই নদী হলো পদ্মার একমাত্র পানির উৎস। আর এই গড়াই নদী সুন্দরবন পর্যন্ত মিঠা পানির প্রধান সোর্স। শুধু এই নদীতে টোটাল ৪৪ কিলোমিটার চর পড়ে গিয়েছিল। বর্তমানে আমরা ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এই নদী সচল রাখছি।

তিনি আরও বলেন, কুষ্টিয়াতে ১১টা নদী আছে। এই নদীগুলো পদ্মা ও গড়াই নদীর সঙ্গে যুক্ত। এখন যদি টোটালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে যাবে।

পদ্মার আরও বেশ কিছু শাখা নদী ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় বলে উল্লেখ করেন নদী নিয়ে কাজ করা রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। তিনি বলেন, ‘কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার এই সবগুলো নদী যেগুলো সুন্দরবনে পানিপ্রবাহ নিয়ে যায় এগুলো মরে গেছে। আপনি কপোতাক্ষ নদের কাছে গিয়ে দেখবেন কোথাও হাঁটু পানি, কোথাও পানিই নেই। যে হাঁটু পানি দেখা যায় সেটি বৃষ্টির পানি।’

‘ভারতে জলাঙ্গী তারপর বাংলাদেশে মাথাভাঙ্গা, কুমার, নবগঙ্গা, গড়াই এবং চন্দনা–– এই সবগুলো নদী একসময় গঙ্গার মূল প্রবাহ ছিল। এই সবগুলো নদীই শাখানদীও টেকে নাই’, যুক্ত করেন তিনি।

চুক্তি ও সমাধান

রিভারাইন পিপলের শেখ রোকন পদ্মা ও এর শাখা নদনদীগুলোর বর্তমান সংকটের পেছনে ১৯৭৫ সালে চালু হওয়া ফারাক্কা ব্যারাজকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমরা আমাদের গবেষণায় দেখেছি যে ফারাক্কা চালু হলো ১৯৭৫ সালে, তার আগ পর্যন্ত এই নদীগুলো ঠিক ছিল। যখন ফারাক্কা বাঁধ চালু হলো তারপর এই নদীগুলো মরে যাওয়া শুরু হয়েছে।’

ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি চুক্তি করেছি ১৯৯৬ সালে। এই চুক্তি ২০২৬ সালে শেষ হবে। ওই চুক্তির পর আমরা কিছু পানি পেয়েছি। কিন্তু তার আগে ২০ বছরে যে পানি আসে নাই তখন এই নদীগুলো মরে গেছে।’

২০২৬ সালের ডিসেম্বরে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে। তাই পদ্মার অস্তিত্ব রক্ষার জন্য অবিলম্বে গঙ্গা পানি চুক্তি নবায়নসহ বাংলাদেশের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি জানান, আন্তর্জাতিকভাবে আন্তসীমান্ত নদীর জন্য দুটো সনদ আছে জাতিসংঘ থেকে। একটা হচ্ছে ইউএন ওয়াটার কনভেনশন ১৯৯২, আরেকটা হলো ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন ১৯৯৭। এই দুটি বিষয় বাংলাদেশকে দ্রুত অনুমোদন করতে হবে।

এআর-০২/০২/০৫ (সূত্র: বিবিসি বাংলা)

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চার মাস পরে আগামী ৫ মে (সোমবার) লন্ডন থেকে দেশে ফিরছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান।

শুক্রবার (২ মে ) গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ মে সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।

কেমন আছেন খালেদা জিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন।

কীভাবে দেশে ফিরছেন সে বিষয়ে তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়নস… সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে, ওইটা (এয়ার অ্যাম্বুলেন্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ মে উনি রওনা হলে ইনশাল্লাহ পরদিন (৫ মে) সকালে দেশে এসে পৌঁছাবেন।

এআর-০১/০২/০৫ (জাতীয় ডেস্ক)

জিআই স্বীকৃতি পেল আরো ২৪ পণ্য

দেশের বিভিন্ন জেলার ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের গামছা, সুন্দরবনের মধু, সিলেটের মনিপুরী শাড়ি, মধুপুরের আনারস, ঢাকাই ফুটি কর্পাস তুলার বীজ ও গাছ, ঢাকাই ফুটি কর্পাস তুলা, কুমিল্লার খাদি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালির বেডশিট, মিরপুরের কাতান শাড়ি, নরসিংদীর লটকন, গাজীপুরের কাঁঠাল।

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব পণ্যের জিআই সনদ দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সংগীত সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ নানা রকমের গানকে বাইরের দেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়।’

সংগীত শিল্পীদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এআর-০২/৩০/০৪ (জাতীয় ডেস্ক)

মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল দুই দল। এরআগে সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৪৪ রান করে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংস খেলতে নামা জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই ওপেনার ব্রায়ান বেনেটকে সেকেন্ড স্লিপে সাদমান ইসলামের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার।

ওই ওভারের তৃতীয় বলে নতুন ব্যাটার নিকোলাস ওয়েলচকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। এতে দলীয় ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর শন উইলিয়ামস (৭) দ্বিতীয় স্লিপে সাদমানের হাতে ধরা পড়েন নাঈম হাসানের বলে।

চতুর্থ উইকেটে ১১১ বলে ৪৭ রানের প্রতিরোধগড়া জুটি গড়েন ক্রেইগ আরভিন আর বেন কারেন। অবশেষে এক ওভারে জোড়া শিকার করে জিম্বাবুয়েকে আবারও বিপদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।

৩০তম ওভারের প্রথম বলে মিরাজ বোল্ড করেন ক্রেইগ আরভিনকে (২৫), শেষ বলে এলবিডব্লিউ হন ওয়েসলে মাদভেরে (০)। নিজের পরের ওভারে আরও এক শিকার মিরাজের। এবার তার ঘূর্ণিতে শর্ট লেগে এনামুল বিজয়ের ক্যাচ তাফাজওয়া টিসিগা (০)। ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে।

মিরাজ এখানেই থেমে থাকেননি। ওয়েলিংটন মাসাকাদজাকে ১০ রানে এবং জিম্বাবুয়ের শেষ ভরসা বেন কারেনকে দুর্দান্ত টার্নে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান এই অফস্পিনার। লড়াকু কারেন ১০৩ বলে করেন ৪৬ রান।

৯৮ রানে ৮ উইকেট হারানোর পর লেজের ব্যাটাররা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাজ হয়নি। দিনের নির্ধারিত সময় পার হওয়ার পর আর মাত্র একটি উইকেট বাকি ছিল জিম্বাবুয়ের। আম্পায়াররা সময় বাড়ানোর সিদ্ধান্ত নেন। বেশি সময় লাগেনি। ভিনসেন্ট মাসেকেসাকে সরাসরি থ্রোতে মুমিনুল হক রানআউট করলে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

মেহেদী হাসান মিরাজ ৩২ রানে শিকার করেন ৫টি উইকেট। ৪২ রানে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। বাকি এক উইকেট নাঈম হাসানের।

চট্টগ্রাম টেস্টে এর আগে সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ১২৯.২ ওভারে ৪৪৪ রান করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২২৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৯০.১ ওভারে ২২৭/১০ (শন উইলিয়ামস ৬৭, নিক ওয়েলচ ৫৪; তাইজুল ইসলাম ৬/৬০, নাঈম হাসান ২/৪২)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১২৯.২ ওভারে ৪৪৪/১০ (সাদমান ইসলাম ১২০, মেহেদী হাসান মিরাজ ১০৪, তানজিম হাসান সাকিব ৪১, মুশফিকুর রহিম ৪০, এনামুল হক বিজয় ৩৯, মুমিনুল হক ৩৩; ভিনসেন্ট মাসেকাসা ৫/১১৫)

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ৪৬.২ ওভারে ১১১/১০ (বেন কারেন ৪৬, ক্রেইগ আরভিন ২৫; মেহেদী হাসান মিরাজ ৫/৩২, তাইজুল ইসলাম ৩/৪২)

এআর-০১/৩০/০৪ (স্পোর্টস ডেস্ক)

দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে চান। তাই তাকে ফেরত আনতে এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দলটি। সেই অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফেরত আনতে এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ নিয়ে কাজ করছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন।

চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন।

এআর-০১/২৯/০৪ (জাতীয় ডেস্ক)

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, মস্কো ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি পালন করবে।

সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রাশিয়া ৯ মে যুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপন করবে। ১৯৪২-১৯৪৫ সালে জার্মানির সঙ্গে এই যুদ্ধ হয়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত।

ক্রেমলিন আশা করে, ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে। তবে তারা বলেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তারাও জবাব দেবে।

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই ঘোষণা এলো।

শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ অব্যাহত থাকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। এরপর মস্কো ট্রাম্পের অনুগ্রহ ফিরে পেতে চেষ্টা করছে।

ট্রাম্প আরও বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য ক্রিমিয়া ছেড়ে দিতে প্রস্তুত।

এদিকে, এক বিবৃতিতে ক্রেমলিন কিয়েভকে অস্থায়ী যুদ্ধবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে প্রতিশ্রুতি দিয়েছে যে ইউক্রেনীয় পক্ষের লঙ্ঘনের ক্ষেত্রে তার সশস্ত্র বাহিনী ‘পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া’ দেখাবে।

যদিও ইউক্রেন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এআর-০২/২৮/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)

হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজ করার জন্য সরকারি ব্যবস্থাপনায় তৈরি মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ‍্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ‍্যাপ ব্যবহারের আহ্বান জানান তিনি।

অ্যাপ উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা বলেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন সেজন্য এই অ‍্যাপ বিরাট ভূমিকা রাখবে।
‘ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় এই অ‍্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে মস্তবড় অবদান রাখবে,’

চলতি বছর পবিত্র হজ পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ‍্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে অ‍্যাপটি ব্যবহার করতে পারেন সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেয়া হবে। ভবিষ্যতে এই অ‍্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।

এই অ‍্যাপটি চালু হওয়ার হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলাফেরায় দুশ্চিন্তা মুক্ত হবে।

অ‍্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এই অ‍্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প‍্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব।

এআর-০১/২৮/০৪ (জাতীয় ডেস্ক)

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২৬ জন নিহতের সেই পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত।

পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের পরে বিজেপি এমপি নিশিকান্ত দুবে একই ধরনের পদক্ষেপ বাংলাদেশ নিয়েও গ্রহণের দাবি জানান। তিনি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তিকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।

নিশিকান্ত দুবে বলেন, গঙ্গার পানির চুক্তি ছিল একটি ভুল সিদ্ধান্ত, যা কংগ্রেস সরকার করেছিল। এখন সময় এসেছে এসব ভুল শোধরানোর। তিনি প্রশ্ন তোলেন, কতদিন আমরা সাপেদের পানি দিয়ে যাব? তাদের পিষে ফেলার সময় এসেছে।

তিনি দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার উপর তিনি জোর দেন।

দুবে আরও বলেন, লস্কর-ই-তৈয়বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে আমাদের উভয় দেশের সীমান্ত আরও নিরাপদ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন।

দুবে বলেন, নিতীশ কুমার বহুবার বলেছেন, বাংলাদেশকে পানি সরবরাহ বন্ধ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ও তিস্তা চুক্তির বিরোধিতা করেছিলেন। বাংলাদেশ যদি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন না বন্ধ করে, তাহলে আমাদেরও তাদের পানি সরবরাহ বন্ধ করতে হবে।

পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর অবস্থানের প্রশংসা করে নিশিকান্ত দুবে বলেন, পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী মোদির ক্ষোভ ছিল স্পষ্ট। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সন্ত্রাসবাদীদের এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না। ১৪০ কোটি ভারতীয়ের সমর্থন মোদির পেছনে রয়েছে এবং বিশ্ববাসীও তাকে এক শক্তিশালী নেতা হিসেবে দেখে।

এআর-০২/২৭/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)