ভোর ৫:০১
রবিবার
২৬ শে মার্চ ২০২৩ ইংরেজি
১১ ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
৪ ঠা রমজান ১৪৪৪ হিজরী

বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের আবু মোল্লার ছেলে আরফিন মোল্লা (২৮)।

গট্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা জানান, শনিবার বিকেলে আরফিন মোল্লা মাঠে পাটবীজ বুনতে গিয়েছিলেন। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এআর-০৩/২৫/০৩ (আঞ্চলিক ডেস্ক)

রমজানে বিএনপির কর্মসূচি পরিবর্তন

বিদ্যুৎ-গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ডাকা কর্মসূচিতে একদিনের ব্যবধানে পরিবর্তন এনেছে বিএনপি।

শনিবার (২৫ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিগুলো হলো: আগামী শনিবার ১ এপ্রিল সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। পরবর্তী শনিবার (৮ এপ্রিল) সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিলের পরিবর্তে ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিম্নোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি মানববন্ধন/অবস্থান কর্মসূচি। ১০ এপ্রিল- রাজশাহী ও সিলেট বিভাগ, ১১ এপ্রিল- খুলনা ও কুমিল্লা বিভাগ, ১২ এপ্রিল- ঢাকা ও বরিশাল বিভাগ, ১৩ এপ্রিল- ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, ১৬ এপ্রিল- রংপুর ও চট্টগ্রাম বিভাগ।

এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশের সকল জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা, দুঃস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৪ মার্চ) বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুনীতি ও ১০ দফার দাবিতে ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এআর-০২/২৫/০৩ (ন্যাশনাল ডেস্ক)

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত অন্তত ২৩

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) রাতে এ টর্নেডো আঘাত হানে। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপির বেশ কয়েকটি মফস্বল শহরে এ ঘূণিঝড় আঘাত হেনেছে। যেখানে গাছ এবং বিদ্যুতের পিলারগুলো উপড়ে পড়েছে। এতে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী এ ঝড়ের মোকাবিলায় প্রস্তুতি চলছে।

মিসিসিপির বেশ কয়েকটি এলাকায় ব্যাপক শিলা ও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। শিলাগুলোর আকৃতি ছিল গলফ বলের সমান।

ঠিক কতগুলো টর্নেডো ওই এলাকায় আঘাত হেনেছে তা এখনো স্পষ্ট নয়। যদিও গতকাল জাতীয় আবহাওয়া সার্ভিস দূরবর্তী বেশ কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দিয়েছিল।

পশ্চিম মিসিসিপির একটি ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা বলেছেন, একটি টর্নেডো তাঁদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে দিয়েছে। এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ সিএনএনকে বলেছেন, ‘আমি কখনো এ রকম কিছু দেখিনি…এটা একটা ছোট ও সুন্দর শহর ছিল। এখন আর কিছুই নেই।’

কর্নেল নাইট নামে অপর এক বাসিন্দা মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘স্ত্রী এবং তিন বছর বয়সী মেয়েকে নিয়ে রোলিং ফর্কের এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। টর্নেডো আঘাত হানার ঠিক আগেও শহরটি বেশ শান্ত ছিল।’

টর্নেডো আঘাত হানার মুহূর্তের পরিস্থিতি বর্ণনায় তিনি বলেন, ‘আকাশ একেবারে অন্ধকারাচ্ছন্ন ছিল। ওই সময় প্রতিটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। টর্নেডো আরেকটি আত্মীয়ের বাড়িতে আঘাত হানে, যেখানে একটি দেয়াল ধসে পড়ে এবং ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে।’

ওকলাহোমা ইউনিভার্সিটির স্কুল অব মেটেরোলজি অধ্যাপক স্যাম এমারসন বলেছেন, ‘এটি অত্যন্ত উচ্চ মাত্রার টর্নেডো ছিল। যা ধ্বংসাবশেষ মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে পর্যন্ত তুলছে।’

আমেরি শহরে একজন স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসদাতা টর্নেডো আঘাত হানার পূর্বে শহরের বাসিন্দাদের জন্য প্রার্থনা করার জন্য টিভিতে বিরতি দিয়েছিলেন।

মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে বলেছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছে। আপনারা আবহাওয়ার খবরে কান রাখুন এবং সতর্ক থাকুন।

এসএ-২০/২৫/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)

কোনো পরিস্থিতিতেই পিছু হটব না: ইমরান খান

লাহোরের মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার ব্যাপারে অনড় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার আগে কোনো অবস্থাতেই পিছু হটার সুযোগ নেই।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার সন্ত্রাসবাদের তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেতে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে গিয়ে এ কথা বলেন। শনিবার রাতে মিনার-ই-পাকিস্তানে সমাবেশের আগেই সরকারের ধরপাকড় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরির প্রেক্ষাপটে এমন দৃঢ়তা প্রকাশ করেন তিনি।

ডন জানিয়েছে, আদালতের বাইরে ইমরান খান সাংবাদিকদের বলেছেন, পিটিআইয়ের নেতাকর্মীদের প্রতি করা নৃশংসতার ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে দেশের জনগণ। তারা আজ মিনার-ই-পাকিস্তানে আসবে। পিটিআইয়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিনার-ই-পাকিস্তান সমাবেশ থেকে কোনো পরিস্থিতিতেই পিছু না হটার আহ্বান জানান তিনি।

ইমরান খান আরও বলেন, ‘তারা (সরকার) যে পদ্ধতি ব্যবহার করুক না কেন, আজ জনসাধারণের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া আসবে। সাবেক প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না।’

পিটিআই প্রধান জোর দিয়ে বলেন, ‘আমি আজ বলছি, তারা (সরকার) মিনার-ই-পাকিস্তানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ দেখবে।’

পিটিআই চেয়ারম্যান দাবি করেন, ‘আমাদের ১৬০০ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তারা আজ আমাদের মিনার-ই-পাকিস্তান সমাবেশে পূর্ণ করতে চেয়েছিল।’

অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারত এবং ফিলিস্তিনে সংঘটিত ঘটনার সঙ্গে পিটিআইয়ের প্রতি চলমান নৃশংসতার তুলনা করে ইমরান খান। পিটিআইকে নির্মূল করার জন্য সরকারের সমস্ত পদ্ধতি ব্যবহার করার এবং মানুষকে নির্যাতন ও তুলে নেওয়ার জন্য নিন্দা করেন তিনি।

এসএ-১৯/২৫/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদের (বিএনপি) প্রতিহত করতে হবে বলেও জানান তিনি।

শনিবার (২৫ মার্চ) বিকেলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন? -প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সব অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদি অপশক্তির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, একাত্তরের গণহত্যার জন্য একটিবারের জন্যও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। তারা ৩-৪ লাখ লোক আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি। বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল তারা আসলে পাকিস্তানের সেবাদাস, পাকিস্তানের দালাল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

এসএ-১৮/২৫/২৩ (জাতীয় ডেস্ক)

সাহরিতে যেসব খাবার খাওয়া উত্তম

রোজা রেখে সুস্থ ও সতেজ থাকার জন্য সাহরি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই সাহরি না খেয়ে রোজা রাখেন, যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। সাহরি না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে। এতে ক্যালরির ঘাটতি দেখা দেয়। ফলে অনেকের জন্য এক মাস রোজা রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। এ ছাড়া সাহরি সারাদিনের কাজ করার শক্তি জোগায়। তাই সাহরিতে পরিমিতভাবে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ করা আবশ্যক।

সাহরিতে হালকা মসলায় রান্না করা খাবার খেতে হবে। সবজি, মাছ, মুরগি, ডাল, ভাত- এসব হলো সাহরির উপযুক্ত খাবার। এ ছাড়া দুধ-কলা-ভাত সাহরির জন্য অন্যতম উত্তম খাবার। যারা সাহরিতে খুব ভারী খাবার খেতে চান না তারা দুধ, কলা, চিড়া অথবা দই খেতে পারেন। ভাত খাওয়ার পর এক কাপ দুধ ও খেজুর খেলে সারা দিন সুন্দরভাবে রোজা রাখা যায়।

অনেকেই মনে করেন, পেটভরে খেলে হয়তো পরের দিন ক্ষুধা কম লাগবে, বিষয়টি একেবারেই ভুল। একবারে অতিরিক্ত খাবার খেলে পরের দিন অস্বস্তিবোধ হয়। তাই সাহরিতে উচ্চ-আঁশযুক্ত খাবার খাওয়া ভালো। উচ্চ-আঁশযুক্ত (ফাইবারজাতীয়) খাবারগুলো পেটে অনেকক্ষণ ধরে থাকে বলে, ক্ষুধা কম অনুভব হয়।

এসএ-১৭/২৫/২৩ (লাইফস্টাইল ডেস্ক)

ইফতারে খেজুর খাওয়ার উপকারিতা

রোজার সময় ইফতারিতে খেজুর রাখা ভালো। রমজান মাসে ইফতারিতে খেজুর না থাকলে যেন টেবিলে পরিপূর্ণতা আসে না। খেজুর খেতে যেমন সুস্বাদু, তেমনি খুবই পুষ্টিকর খাবার। খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয়। ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্কসমৃদ্ধ খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় ১১ ভাগই পূরণ করে। রোজা ছাড়াও বছরজুড়েই অনেকে খেজুর খেয়ে থাকেন। সুস্বাদু এ ফলের বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। এ ছাড়া অন্য সময়ে প্রতিদিন সকালে তিন-চারটি খেজুর খেলে দারুন উপকার পাওয়া যায়। বিশেষত যারা কোনো ধরনের পেটের রোগে ভুগছেন, তাদের জন্য ফলটি মহৌষধ।

খেজুরের পুষ্টিগুণ
খেজুর সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল, যা ফ্রুকটোজ ও গ্লাইসেমিক–সমৃদ্ধ। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, প্রতি ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, ১ গ্রাম প্রোটিন, ১৩ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২ দশমিক ৮ গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান।

এ ছাড়া খেজুর শক্তির একটি ভালো উৎস। তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর ভিটামিন বি, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

খেজুর শরীরে শক্তি জোগায় শুকনা খেজুর ওজনের শতকরা ৮০ ভাগই চিনি এবং সে কারণেই সরাসরি রক্তে চলে যায়। শুকনা খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়ে থাকে।

ব্লাড প্রেশারে বিশেষজ্ঞের মতে, খেজুরে থাকা উচ্চমাত্রার ভিটামিন ‘বি’ নার্ভকে শান্ত করে রক্তচাপ কমাতে সহায়তা করে। তাই যাদের ব্লাড প্রেসার আছে তারা খেজুর খেতে পারেন।

খেজুর মনকে উৎফুল্ল করে খেজুরে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও ট্রিপটোফেন, যা সিরোটোনিন হরমোন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই মিষ্টি ফল মনে আনন্দের অনুভূতি ছড়িয়ে দেয়, খুশি রাখে।

স্ট্রেস কমায় স্ট্রেস ও নার্ভাসনেসের কারণে মাথাব্যথা হলে তা সহজেই দূর করতে পারে খেজুর। খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, ফসফরাস ও প্রচুর পরিমাণে ভিটামিন, যা স্ট্রেস দূর করতে সহায়ক।

হাড় শক্ত করতে ভিটামিন কে-তে ভরপুর খেজুর। হাড়কে মজবুত রাখতে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন কে।

ইফতারে যারা শরবত খান না, তারা কয়েকটি খেজুর খেয়ে এর চেয়েও বেশি শক্তি গ্রহণ করতে পারেন। অল্প কয়েকটা খেজুর খেলে ক্ষুধার তীব্রতা কমে যায়। পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অন্যদিকে শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়। ফলে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে।

তবে যাদের ডায়াবেটিস এবং শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি রয়েছে, তাদের বেলায় পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খেজুর খাওয়া উচিত।

এসএ-১৬/২৫/২৩ (লাইফস্টাইল ডেস্ক)

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হার মানাবে হিট সিনেমাকেও!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যার জীবনে এসেছে একাধিক প্রেম, বিয়ে ও বিচ্ছেদ। সত্যি বলতে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হার মানাবে হিট সিনেমাকেও! যা দিয়ে আস্ত একখানা সিনেমাও তৈরি হয়ে যেতে পারে।

লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় শিশুশিল্পী হিসেবে টলিউডে পা রেখেছিলেন শ্রাবন্তী। যার প্রথম সিনেমাই ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ‘মায়ার বাঁধন’ সিনেমাতে অভিনেতার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ অবশ্য অনেক পরেই হয়েছিল। ২০০৩ সালে জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ সিনেমাতে প্রথম দেখা যায় শ্রাবন্তীকে।

কিন্তু টলিউডে আবারো পা রেখেই একটা বড় ভুল করে বসেছিলেন শ্রাবন্তী, যার জন্য পরে অনুশোচনা করেছিলেন তিনি। নায়িকা হিসেবে নাম করার আগেই পরিবারের অমতে গিয়ে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের এক বছরের মধ্যেই অভিমন্যু ওরফে ঝিনুকের মাও হয়েছিলেন তিনি।

এ কারণে ক্যারিয়ারে একটা দীর্ঘ বিরতিতে পড়ে গিয়েছিল শ্রাবন্তী। কিন্তু ৫ বছর পর ২০০৮ সালে আবারো ‘ভালবাসা ভালবাসা’ সিনেমাতে দেখা মেলে তার। এরপর টলিউডে পরিচিতিও পেয়ে যান বেশ। জিৎ-দেবের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে দ্রুত ইন্ডাস্ট্রির প্রথম সারিতে নাম লিখেও ফেলেন তিনি। কিন্তু অন্যদিকে তার ব্যক্তিগত জীবনে ওঠে ঝড়।

রাজীবের সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় তার। বাধ্য হয়েই ২০১৬ সালে ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান শ্রাবন্তী। পরে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছিলেন, দাম্পত্য জীবনে সুখী ছিলেন না তিনি। রাজীব নাকি তাকে শারীরিকভাবে অত্যাচার করতেন।

এদিকে প্রথম বিয়ে ভাঙার পরের বছরেই মডেল কৃষাণ ব্রজের সঙ্গে বিয়েতে বসেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায় এক বছরেই। অন্যদিকে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করে বসেন তিনি। বছর ঘুরতেই ভাঙন ধরে সে সংসারেও। বর্তমানে রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তীর।

এসএ-১৫/২৫/২৩ (বিনোদন ডেস্ক)

স্ত্রীর সঙ্গে সমস্যা মিটিয়ে নিতে চান নওয়াজ

নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ বার বার জায়গা করে নিয়েছে সংবাদের শিরোনামে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করেছেন দম্পতি।

স্ত্রীকে দায়ী করে কয়েকদিন আগেই নওয়াজউদ্দিন আদালতে অভিযোগ জানান যে, দুবাইয়ের স্কুল থেকে নিখোঁজ হয়েছে তাঁর ছেলেমেয়েরা।

তবে হঠাৎ করে এবার পিছু হটলেন অভিনেতা। ঘনিষ্ঠ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছন নওয়াজ।

অভিনেতার আইনজীবী প্রদীপ থোরাট জানান, অভিনেতার চিন্তার কারণ তার দুই সন্তান। বেশ কয়েকদিন ধরে সন্তানদের খোঁজ খবর না পেয়ে আইনের দ্বারস্থ হন নওয়াজ। সন্তানদের বিষয়ে সঠিক তথ্য পেলে স্ত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি ফিরিয়ে নেবেন।

অন্যদিকে আলিয়ার আইনজীবী জানান, বেশ অনেক দিন ধরে দুই সন্তানকে নিয়ে আলিয়া মুম্বাইয়ে অভিনেতার অন্ধেরির বাংলোতে রয়েছেন। আইনজীবীর দাবি, আলিয়া কখনই নওয়াজকে সন্তাদের থেকে আলদা করেননি। দেখা করতেও বাধা দেননি। আলিয়া সম্প্রতি এফআইআর দায়ের করেন অভিনেতার পরিবারের বিরুদ্ধে। এই মামলার শুনানি আগামী ২৭ মার্চ।

এসএ-১৪/২৫/২৩ (বিনোদন ডেস্ক)

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল

ফের চোখের সমস্যায় ভুগছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। শারীরিক চেকআপের জন্য গত শুক্রবার (২৪ মার্চ) রাতে সিঙ্গাপুর গেছেন তিনি।

ডিপজল বলেন, বাম চোখে একটু ঝাপসা দেখায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসব। চেকআপ শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফিরব। আমার অনুরাগীদের কাছে দোয়া চাচ্ছি।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।

এসএ-১৩/২৫/২৩ (বিনোদন ডেস্ক)