রাত ১১:৫৯
সোমবার
১১ ই ডিসেম্বর ২০২৩ ইংরেজি
২৭ শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
২৮ শে জমাদিউল-আউয়াল ১৪৪৫ হিজরী
spot_img

মক্কায় ভারী বৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বজ্রঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিতে যানবাহনসহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। সে সময় সড়কের ধারে পার্কিং করে রাখা বেশ কয়েকটি গাড়ি ডুবে যায়। এমন পরিস্থিতিতে মক্কাসহ দেশটির বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানায়, রোববার (১০ ডিসেম্বর) সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ভয়াবহ এই ঝড়-বৃষ্টি ও বজ্রপ্রাতের মধ্যেও মক্কায় পবিত্র কাবার আশেপাশে মুসল্লিদের ধর্মীয় নিয়ম মেনে ইবাদত পালন করতে দেখা গেছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের কারণে মক্কার সড়কগুলো তলিয়ে গেছে। কিছুক্ষণ পরপরই বজ্রপাত হচ্ছে। এর মধ্যেই ইবাদত চালিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আরও বেশকিছু ভিডিওতে দেখা যায়, ডুবে যাওয়া গাড়িগুলো প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে ও কিছু পার্ক করা গাড়ির জানালার গ্লাস পর্যন্ত পানি পৌঁছে গেছে। কিছু লোককে আবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়াদৌড়ি করছে।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত দেশটিতে বৃষ্টি, বজ্রঝড় ও ধূলিঝড় অব্যাহত থাকতে পারে।

এআর-০৫/১১/১২ (আন্তর্জাতিক ডেস্ক)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ মার্চ। চলবে ৭ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা আগামী বছরের ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। এ ছাড়া গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রাখা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫, ৬ এবং ৭ মার্চ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে।

এআর-০৪/১১/১২ (নিজস্ব প্রতিবেদক)

খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ কথা নিশ্চিত করেন।

শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে আজ সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে কেবিন থেকে জরুরি ভিত্তিতে সিসিইউতে নেওয়া হয়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ৯ আগস্ট থেকে চার মাসের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

এআর-০৩/১১/১২ (ন্যাশনাল ডেস্ক)

আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন।

সোমবার ১০০ জনের আপিল শুনানিতে এই ৫১ জন প্রার্থিকে বৈধ ঘোষণা করা হয়েছে বলে নির্বাচন কমিশন। এদিন প্রার্থিতা ফেরত পাননি ৪১ জন। আর সিদ্ধান্ত জানানো হয়নি ৮ জনের। আপিল শুনানির প্রথম দিনে গত রোববার প্রার্থিতা ফেরত পেয়েছিলেন ৫৬ জন। এই নিয়ে গত ২ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন।

দ্বিতীয় দিন যে প্রার্থীরা তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন তাদের মধ্যে চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপি মো. নাজমুল ইসলাম, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক, রংপুর-২ আসনের স্বতন্ত্র মোছা. সুমনা আক্তার, ঢাকা-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নুরুল আমিন, বাগেরহাট-২ আসনে জাতীয় পার্টির হাজরা সহীদুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুমা আখতার, কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ, ঢাকা-১৯ আসনের বিএসপির মো. জুলহাস, ঢাকা-১২ আসনের বিএনএফের মো. আতিকুর রহমান নাজিম, রাজবাড়ী-২ আসনে তৃণমূল বিএনপির এসএম ফজলুল হক, নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিন, বাগেরহাট-২ আসনে তৃণমূল বিএনপি মরিয়ম সুলতানা, জামালপুর-৪ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের তারিক মাহদী, ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ, বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল ও বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেন উল্লেখযোগ্য।

এআর-০২/১১/১২ (ন্যাশনাল ডেস্ক)

১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ রাজধানীতে বিজয় র‍্যালি করবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত র‍্যালি করা হবে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় তিনি এ কর্মসূচির কথা জানান। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ।

এআর-০১/১১/১২ (ন্যাশনাল ডেস্ক)

মনোনয়ন ফিরে পেয়ে যা বললেন মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার দুপুর আড়াইটাই নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল ফিরে পেয়ে সংবাদমাধ্যম মাহিয়া মাহি জানান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই তিনি জয়লাভ করতে চান।

নির্বাচনের মাঠে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, চাপ তো অবশ্যই আছে। কারণ কে চাইবে হেরে যেতে। হারতে কেউ পছন্দ করি না, সেটা চাইও না। সবাই যার যার জায়গা ধরে রাখার চেষ্টা করবে। ওই এলাকার মানুষ আমাকে চায়, ইনশাআল্লাহ। বিপুল ভোটে তারা আমাকে বিজয়ী করবে। আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জয়লাভ করব, ইনশাল্লাহ্।

খুব টেনশনে ছিলাম উল্লেখ করে মাহি জানান, আমি ন্যায়বিচার পাব কি না, তা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম, আজকে সেটারই প্রতিদান পেয়েছি এবং এটাও বিশ্বাস করতে শুরু করেছি এই নির্বাচন কমিশনের আন্ডারে একটি সুসঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এসএ-১০/১২/১১ (বিনোদন ডেস্ক)

মার্কিন নায়িকাকে নিয়ে বঙ্গভবনে শাকিব

শাকিব খানের নায়িকা হওয়ার সুযোগই যেন মিলছে না ঢাকাই সিনেমার নায়িকাদের। পর পর তিন সিনেমায় শাকিবের নায়িকা বিদেশিনী। এবারের তালিকায় হলিউডের অভিনেত্রী কোর্টনি কফি। আর কফিকে সঙ্গে নিয়ে শাকিব হাজির হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সামনে।

শাকিবের সঙ্গে অভিনয় করার জন্য গেল ৯ ডিসেম্বর ঢাকায় এসেছেন কফি। ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের ধরা দেন এ দুই তারকা।

বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বলেন, প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়েছে।

ওই অনুষ্ঠানে তোলা স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসেন শাকিব ও কফি। যেখানে নয়া লুকে হাজির হয়েছেন নায়ক, যা রীতিমতো সবাইকে চমকে দেয়। স্থিরচিত্রটিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি।

স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট দিয়ে শাকিব লেখেন, রাজকুমার আসছে। একই ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন কোর্টনি কফিও।

জানা গেছে, আগামীকাল ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’ ছবির শুটিং। এটি পরিচালনা করছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।

তিনি জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। বঙ্গভবনে প্রেসিডেন্টের জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।

এসএ-০৯/১২/১১ (বিনোদন ডেস্ক)

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা সঙ্কুচিত হচ্ছে: কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বোমাবর্ষণের ফলে সেখানে নতুন কোনও যুদ্ধবিরতির সম্ভাবনা ‘সংকীর্ণ’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে কাতার। রাজধানীতে আয়োজিত দোহা ফোরামে বক্তৃতায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি একথা বলেন।

তিনি বলেছেন, এরপরও যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষকে চাপ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবে কাতার। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শুরুতে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। আর নভেম্বরের শেষে উপসাগরীয় এই রাষ্ট্রটি সেই সহিংসতায় সপ্তাহব্যাপী বিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেসময় বন্দি বিনিময়ও করে হামাস ও ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার বলেছেন, গাজায় ‘যুদ্ধ পুরোদমে চলছে’। তিনি দাবি করেন, সাম্প্রতিক দিনগুলোতে ‘হামাসের কয়েক ডজন সন্ত্রাসী’ আত্মসমর্পণ করেছে এবং ‘তারা তাদের অস্ত্র ফেলে দিয়েছে এবং নিজেদেরকে আমাদের বীর যোদ্ধাদের হাতে সমর্পণ করেছে’। তার দাবি, ‘এটি হামাসের জন্য শেষের শুরু’।

এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ হাজার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া আল জাজিরার কাছে দেওয়া এক অডিও বার্তায় হামাসের সশস্ত্র শাখা বলেছে, অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে তারা ইতোমধ্যেই নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছে এবং ইসরায়েল আলোচনায় জড়িত না হওয়া পর্যন্ত আর কোনও বন্দি মুক্তি পাবে না।

বার্তায় মুখপাত্র আবু উবাইদা আরও বলেছেন, হামাস যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর ১৮০টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে এবং বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। হামাস এখনও ইসরায়েলের ওপর হামলা করছে এবং ‘সামনের দিনগুলোতে তা হবে আরও ব্যাপক’।

দোহার এই সম্মেলনে, ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এই এলাকাটি (গাজা) ‘পৃথিবীতে নরকে পরিণত হয়েছে’ এবং ‘অবশ্যই এটি আমার দেখা সবচেয়ে খারাপ পরিস্থিতি’।

এছাড়াও সম্মেলনে বক্তৃতাকালে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, ইসরায়েলকে ‘আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে দেওয়া উচিত নয়’। এসময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

মূলত শতায়েহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করেন। এটি পশ্চিম তীরে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এবং গাজায় পরিচালিত হামাস সরকারের থেকে আলাদা।

বিবিসি বলছে, বৈঠকটি দোহায় অনুষ্ঠিত হওয়ার সময়ও গাজার দক্ষিণে লড়াই অব্যাহত ছিল। খান ইউনিস শহরের লোকেদের যুদ্ধ থেকে বাঁচতে উত্তরে যেতে বলা হয়েছে। এই শহরটি এখন প্রচণ্ড ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যে রয়েছে। ইসরায়েল বেসামরিক নাগরিকদের এই শহরের কেন্দ্র ছেড়ে চলে যেতে বলেছে।

বিবিসি নিউজের সাথে কথা বলার সময় সিনিয়র ইসরায়েলি উপদেষ্টা মার্ক রেগেভ বলেছেন, খান ইউনিসে ‘কঠিন লড়াই’ হতে চলেছে এবং বেসামরিকদের ‘নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার’ আহ্বান জানানো হয়েছে।

বিবিসি বলছে, রোববার সন্ধ্যায় ইসরায়েলি ট্যাংকগুলো এই শহরের কেন্দ্রস্থলে পৌঁছেছে। শহরের বেসামরিক ব্যক্তিরা নিহতদের মৃতদেহ সংগ্রহ করছেন এবং যুদ্ধে নিহতদের জন্য তাদের পরিবারের সদস্যদের শোক করতে দেখা গেছে।

এসএ-০৮/১২/১১ (আন্তর্জাতিক ডেস্ক)

একদিনে গাজার ২৫০ স্থানে আক্রমণ

জাতিসংঘের বক্তব্য, পৃথিবীর ওপর নরকের চেহারায় পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। আরও সাহায্যের প্রয়োজন। যতদিন যাচ্ছে গাজা স্ট্রিপে পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের গাজা স্ট্রিপ সংক্রান্ত সংগঠনের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পৃথিবীর বুকে একখণ্ড নরকে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের প্রধান আন্তনিও গুতেরেস বলেছেন, গাজার পরিস্থিতি প্রমাণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্যারালাইসড হয়ে পড়েছে। এদিকে ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার ২৫০টি জায়গায় তারা আক্রমণ চালিয়েছে। এর মধ্যে বেশ কিছু সুড়ঙ্গও আছে।

ইসরয়ালে এবং মিশর দুই দিক থেকেই গাজা স্ট্রিপ অবরুদ্ধ করে রাখা হয়েছে। অতি সামান্য মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও-র এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গাজায় আরো মানবিক সাহায্য পাঠাতে হবে। এখন যে সাহায্য পৌঁছাচ্ছে, তা নিতান্তই কম বলে তাদের দাবি।

আফগানিস্তান, কাতার, ইয়েমেন এবং মরোক্কো এই সিদ্ধান্তের বয়ান তৈরি করেছে বলে জানা গেছে। সিদ্ধান্তে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে। এক, গাজা স্ট্রিপে মেডিকেল কর্মীদের উপর আক্রমণ চালানো যাবে না এবং দুই নতুন করে হাসপাতাল গড়ার জন্য দ্রুত টাকা পাঠাতে হবে। ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, গত দুই মাসের মধ্যে এই প্রথম সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

কানাডা অবশ্য ডাব্লিউএইচও-র সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, এটি একটি আপসমূলক সিদ্ধান্ত। হামাসের বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি সিদ্ধান্তে। আরও সরাসরি এর বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া। তাদের বক্তব্য, ৭ অক্টোবরের কোনও কথাই উল্লেখ করা হয়নি সিদ্ধান্তে। অথচ ৭ অক্টোবর হামাসের কাজের পরিপ্রেক্ষিতেই এই গোটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত ডাব্লিউএইচও-র পক্ষ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার হামাস নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, তাদের এবার আত্মসমর্পণ করা উচিত। তার বক্তব্য, গত এক সপ্তাহে বেশ কিছু হামাস সদস্য ইসরায়েলের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। নেতানিয়াহু জানিয়েছেন, এই লড়াই আসলে হামাসকে শেষ করার লড়াই। আত্মসমর্পণ করলে তারা প্রাণে অন্তত বেঁচে যাবে।

এসএ-০৭/১২/১১ (আন্তর্জাতিক ডেস্ক)

পিসিবির কমিটিকে প্রধানমন্ত্রীর তলব

পাকিস্তান ক্রিকেট নিয়ে চলমান নাটক যেন শেষই হচ্ছে না। দেশটির ক্রিকেটে সংস্কার প্রক্রিয়া নিয়ে চলছে বিভিন্ন আলাপ-আলোচনা। কোচ-অধিনায়ক থেকে শুরু করে ডিরেক্টর পদেও এসেছে পরিবর্তন। আবার অধিনায়ক বদল প্রসঙ্গে আছে নানা মুনির নানা মত। সবমিলিয়ে বিশ্বকাপ ব্যর্থতার পরেও স্থিরতা নেই ম্যান ইন গ্রিনদের।

এরইমাঝে আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির ডাক পড়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বাড়িতে। দেশটির গণমাধ্যম ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানিয়েছে এই খবর। তাদের খবরে বলা হয়েছে, পিসিবি প্রধান জাকা আশরাফ এবং অন্যান্য বোর্ড পরিচালকদের প্রধানমন্ত্রীর সঙ্গে সূচি নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের বিশেষ কিছু ক্ষেত্রে খেলার উন্নয়ন সম্পর্কে অবহিত করতেই মূলত প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি কর্তারা। এছাড়া বেশ অনেকটা দিন ধরেই প্রধানমন্ত্রী কাকারের সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলেন জাকা আশরাফ। একইদিনে পাকিস্তান ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলাপ হতে পারে।

বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টে জাতীয় দলের পারফরম্যান্সও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয় (আইপিসি) ইতিমধ্যেই ১০ ফেব্রুয়ারির আগে পিসিবি নির্বাচন পরিচালনার জন্য শাহ খাওয়ারকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছে।

এছাড়া ২০১৪ সালের পিসিবি গঠনতন্ত্রের কিছু ধারা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। দ্য নিউজ আরও জানায়, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলার বিকাশ ঘটাতেও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। এমনকি বেলুচিস্তানের নতুন অ্যাভিনিউ নিয়েও আলাপের সুযোগ থাকছে বলে জানায় গণমাধ্যমতি। যদি সোমবার ঠিক কখন দুই পক্ষের বৈঠক হবে, তা এখনও নিশ্চিত না।

এসএ-০৬/১২/১১ (স্পোর্টস ডেস্ক)