রাত ১২:৩৮
বুধবার
১৫ ই জানুয়ারি ২০২৫ ইংরেজি
১ লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
১৫ ই রজব ১৪৪৬ হিজরী
spot_img

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১৪ জানুয়ারি) তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস।

লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও; সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলছিল, টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এতে তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। এছাড়া নিজের সকল আর্থিক বিষয়াবলীর ব্যাপারে তদন্তকারীকে তথ্য দিয়েছেন বলেও দাবি করেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি।

তিনি মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনযোগ দিতে পারবে না এমন কথা উল্লেখ করে টিউলিপ বলেছেন, “এ কারণে আমি আমার মন্ত্রির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, পেনসনমন্ত্রী এমা রেনল্ডস টিউলিপের স্থলাভিষিক্ত হবেন।

এসএ-১০/০১/২৫(আন্তর্জাতিক ডেস্ক)

বিপিএলের মাঝপথে ইংলিশ ব্যাটারকে নিলো খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) একাদশ আসরে ঢাকার প্রথম ও সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব। এরই মাঝে নিজেদের স্কোয়াডে শক্তি বাড়াল খুলনা টাইগার্স। এবারের বিপিএলে তাদের দলে বড় কোনো বিদেশি ক্রিকেটার নেই। এবার নতুন করে দলে ভেড়ানো ডমিনিক পিটার সিবলিও সেভাবে পরিচিত নন, তবে ইংল্যান্ডের জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

ডানহাতি এই ইংলিশ ব্যাটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনার ফ্র্যাঞ্চাইজিটি। তবে সিবলিকে ঠিক কবে নাগাদ পাওয়া যাবে সেটি এখনও জানা যায়নি। ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে অভিষেক হওয়ার পর এই ডানহাতি ওপেনার খেলেছেন ২০২১ পর্যন্ত। ওই সময়ে ২২ টেস্টে ১০৪২ রান করেন ডমিনিক পিটার সিবলি।

পরবর্তীতে ২৯ বছর বয়সী এই ব্যাটারকে আর জাতীয় দলে না দেখা গেলেও তিনি দেশটির ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রায় নিয়মিত খেলোয়াড়। ১৪২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন সিবলি। কাউন্টিতে নিজের সর্বশেষ ম্যাচে সেপ্টেম্বরে খেলেছেন ১২৫ রানের ইনিংস। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের ২০২৪ আসরে ১৩৩ স্ট্রাইকরেট নিয়ে সিবলি ১১ ম্যাচে ২৬৯ রান করেন।

এদিকে, নামেভারে খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ না হলেও, টানা দুই জয় দিয়ে এবারের বিপিএলে যাত্রা করে খুলনা টাইগার্স। তবে পরবর্তী তিন ম্যাচে মেহেদি হাসান মিরাজের দলটি টানা পরাজিত হয়েছে। সর্বশেষ ম্যাচে গতকাল রংপুর রাইডার্সের কাছে প্রায় নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে ৮ রানে। বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে খুলনা।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি পর্যন্ত সেখানে হবে ১২টি ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪টি ম্যাচ খেলবে খুলনা। এদিকে, টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এখন পর্যন্ত ৭ ম্যাচে অপরাজেয় রংপুর রাইডার্স। সমান ৬ পয়েন্ট নিয়ে তিন-চারে আছে যথাক্রমে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল।

এসএ-০৯/০১/২৫(স্পোর্টস ডেস্ক)

বিতর্কিত ময়ূখের সঙ্গে সেলফি : কটাক্ষের শিকার দেব-রুক্মিণী

ওপার বাংলার বিতর্কিত টেলিভিশন উপস্থাপন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব-রুক্মিণী সঙ্গে সেলফি তুলছেন।

এ ছবি শেয়ার করার পর নেটিজেনরা দেব-রুক্মিণী বেশ কটাক্ষ করেছেন। ছবি শেয়ার করে ময়ূখ ক্যাপশনে লিখেছেন, ‘কয়লা খাদানের কিছু ব্ল্যাক ডায়মন্ড।’

কমেন্ট বক্সে যেন কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে। আরহি হাওলাদার নামে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মি কাছে দেব থাকবে না।’

আরেকজনের ভাষ্য, ‘মলম বিক্রেতা হকার সাংবাদিক। থাকবে না, থাকবে না। মিন মিন মিন মিন মিন।’ মিরাজ নামে আরেকজনের কথায়, ‘মিন মিন মিন করে খাদান সিনেমায় ঢুকে যান বিশিষ্ট ফুটপাতের চুলকানি মলম ব্যবসায়ী।’

প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের নজরে এসেছেন।

এসএ-০৮/০১/২৫(বিনোদন ডেস্ক)

হুমায়ূনপুত্রের সিরিজ দিয়ে দেশি ওটিটিতে জয়ার অভিষেক

ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করেণ জয়া আহসান। দেখা যায় ওটিটি মাধ্যমে। তবে এত দিন ভারতের ওটিটি কনটেন্টে অভিনয় করলেও এবার তাকে দেখা গেছে দেশি ওটিটি প্ল্যাটফর্মে। নুহাশ হুমায়ূনের ভৌতিক সিরিজ ‘২ষ’র ‘বেসুরা’ পর্বে ডাইনি রূপে তাকে দেখা গেছে। এর মধ্য দিয়েই দেশি ওটিটিতে জয়ার অভিষেক হলো।

গল্পে দেখা যায়, ছোট্ট এক মেয়ের গলায় সুর নেই। বেসুরা হওয়াতে তাকে বাকি জীবন কসাইয়ের ঘরে কাটাতে হবে। তাই গলার সুর পেতে হাজির হয় ডাইনির ডেরায়। আর সেই ডাইনি হচ্ছেন জয়া। গল্পের শেষ দিকে মেকআপ ও অভিনয় দিয়ে বেশ চমক দেখান এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যামিও চরিত্র হিসাবে কাজটি করেছি। চরিত্রটি ছোট হলেও এর প্রভাব অনেক বেশি।’

বেসুরার গল্প ও সংলাপ নিয়ে অভিনেত্রীর মুগ্ধতা রয়েছে। তিনি বলেন, ‘আমরা যে অভিনয় বা শিল্প চর্চা করি এবং একজন শিল্পী যে শিল্প চর্চা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত রয়েছে।’

জয়ার পাশাপাশি ‘বেসুরা’ দিয়ে ওটিটিতে প্রথমবার কাজ করেছেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। এদিকে সম্প্রতি জয়া শুরু করেছেন নতুন একটি ওয়েব সিরিজের কাজ। ‘জিম্মি’ নামের সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুন।

এসএ-০৭/০১/২৫(বিনোদন ডেস্ক)

বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা

ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতেছে শাম্মী ইসলাম নীলা। পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় রয়েছেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে শাম্মী ইসলাম নীলা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে শাম্মী ইসলাম নীলা ক্যাপশনে লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি।

এদিকে শেয়ার করা ছবিতে আরও দেখা যায়, এ দম্পতি একে অপরের দিতে তাকিয়ে বেশ হাসিখুশি মেজাজে ধরা দিয়েছেন। মেহেদি হাতে চোখ ডেকে রেখে ফটোশুট করেছেন শাম্মী। তার হাতে চুরি, গলায় নেকলেসের ভক্ত অনুরাগীরা বেশ প্রশংসা করেছে।

কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘মাশা-আল্লাহ পুতুল লাগছে, অনেক অনেক অভিনন্দন আপু।’ আরেকজনের ভাষ্য, ‘ওয়াও অসাধারণ। অনেক অনেক শুভকামনা রইলো আপু।’

এসএ-০৬/০১/২৫(বিনোদন ডেস্ক)

পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও দর্শকের আগ্রহের কমতি নেই এই নায়িকাকে নিয়ে। যদিও এখন সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন তিনি। এদিকে নতুন সিনেমায় আসার কথা জানালেও এখনও শ্যুটিং নিয়ে কিছু বলেননি।

মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দেন শাবনূর। সেখানে আর সবার মতোই নিজের ভালোলাগা-মন্দলাগার কথা ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। যদিও এই নায়িকা অন্য সবার মতো বিতর্কে পড়েন না, তবে এবার যেন অহেতুক বিতর্কের মুখেই পড়েছেন তিনি।

গত সোমবার নিজের নতুন রূপে ভক্তদের সামনে হাজির হন শাবনূর। সেখানে প্রকাশিত একটি ছবিতে খানিকটা খোলামেলা অবতারেই দেখা মেলে নায়িকার। সেইসঙ্গে অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকও ফুটে ওঠে। এর ফলে হতাশ হন তার ভক্তরা।

কিন্তু শুধু হতাশা প্রকাশই না, ভক্তরা ট্রলও করেন শাবনূরকে। অযথা বিতর্ক কিংবা ট্রলে পড়ার কারণে তাই আর চুপ থাকতে পারলেন না নায়িকা। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ‘সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই!’ শিরোনামে এক লম্বা পোস্ট দেন শাবনূর।

সেই পোস্টে শাবনূর লেখেন, ‘অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি। কোনো অ্যাডমিন নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব‍্যক্তিগত পছন্দ বা বিশেষ কোন আনন্দ-বেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন।’

শাবনূর লেখেন, ‘অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত, এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কি পরবে সেটাতো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না! যদি আমার শেয়ার কৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্তই যদি আমার একটিভিটিস কারো পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন।’

নায়িকা উল্লেখ করেন, ‘যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, পেজ চালিয়ে, আমার পোস্ট করা ছবি/ভিডিও নিয়ে আবার ব্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব্যবসা করছেন, তা করেন; কিন্তু আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন? কেনই বা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন? এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন, হাহাহা। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয়। আমি আড়ালে চলে যাব না প্রকাশ্যে থাকব তা আমি বুঝব।’

সবশেষ শাবনূর লেখেন, ‘অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, কথা বলার ভাষা; এইসব ব্যাপারগুলো আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। সবাই ভালো থাকবেন।’

এসএ-০৫/০১/২৫(বিনোদন ডেস্ক)

বিয়ের ২ বছরের মাথায় ডিভোর্স, কার সঙ্গে ডেট করছেন ৫৪ বছরের মণীষা

নব্বইয়ের দশকে প্রথম সারি অভিনেত্রীদের মধ্যে মণীষা কৈরালা অন্যতম। তার পাহাড়ি সৌন্দর্য ও দূর্দান্ত অভিনয় আজও দর্শক মনে রেখেছেন।

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনকে সকল ধরণের লাইমলাইট থেকে দূরে রেখেছেন মণীষা। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

যে কারণে এখনও তার ভক্ত-অনুগামীরা জানতে চান, ৫৪ বছরের অভিনেত্রী এখনও সিঙ্গেল নাকি কারোর সঙ্গে ডেট করছেন?

পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় মণীষাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এখনও সঙ্গীর অভাব বোধ করেন কি না? এই প্রশ্নের জবাবে মণীষা অকপটে জবাব দেন, ‘কে বলেছে আমার পার্টনার নেই।’

এই বলে অভিনেত্রী হেসে ফেলেন। আবার প্রেমে পড়া নিয়ে দিল সে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে আর আমার জীবনকে ভালোভাবে বুঝি। যদি কোনও সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনও বদল চাই না।’

মণীষা ওই সাক্ষাৎকারে আরও বলেন, তিনি স্বাধীনভাবে যেভাবে জীবনযাপন করেন ভবিষ্যতেও সেভাবে জীবন কাটাবেন।

প্রসঙ্গত, মণীষা কৈরালা ২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ে করেন। তবে বিয়ের ২ বছরের মধ্যেই মণীষার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়।

সেই বছরই অভিনেতার ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেই রেখেছেন তিনি।

প্রসঙ্গত, মণীষা কৈরালা নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী।

এসএ-০৪/০১/২৫(বিনোদন ডেস্ক)

শীতের সকালে মোহনীয় লুকে জয়া আহসান

কারও কাছে ‘লাল গোলাপ’, কারও কাছে ‘রেড ভেলভেট’! ‘উফ্‌’ এত মোহনীয় লুকে ধরা দিলে অনুরাগীরা কি আর থেমে থাকতে পারে?

শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় চোখ আটকে গেল চার ছবির কোলাজে। সে ছবি আর কারও নয়, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসানের! তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই!

চার ছবির এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান। এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ। ক্যাপশনে লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া’!

মাঝে মাঝেই সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ। ফলস্বরূপ, নিজেদের ধরে রাখতে পারেননি তার ভক্ত-অনুরাগীরা; উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলছেন, ‘আগুন সব ছবি’।

শুধু কী তাই? বয়সও পঞ্চাশের এর কোটায় জয়া আহসানের। এমন সময়েও নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি। তাদের কেউ একজন তো মজা করে লিখেই ফেলেছেন, ‘বয়সের ছাপটা ধরে রাখার টিপস টা জানাবেন প্লিজ?’

ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। এইতো, মাস কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জয়াকে।

সম্প্রতি ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া। সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী। বলা বাহুল্য, রূপ-কিংবা অভিনয়; উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আহসান।

এসএ-০৩/০১/২৫(বিনোদন ডেস্ক)

চুম্বনের গেরো কেটেছে, নতুন নায়িকা পেয়েছেন মিথিলার স্বামী

২০১২ সালে নির্মিত ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল বানাতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সেই ছবির নাম পাল্টে দেওয়া হয়েছে—‘কিলবিল সোসাইটি’। অবশ্য এ খবর অনেক দিন আগে থেকেই টালিপাড়ায় গুঞ্জন। আর সেই ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে চূড়ান্ত করেছেন নির্মাতা। কিন্তু এর বিপরীতে একজন নায়িকা খুঁজছিলেন পরিচালক। সেই নায়িকাও খুঁজে পাচ্ছিলেন না তিনি। অবশেষে কাঙ্ক্ষিত সেই নায়িকা খুঁজে পেলেন কি সৃজিত?

শোনা গিয়েছিল, চুম্বনদৃশ্যে আপত্তির কারণেই নাকি পরিচালক খুঁজে পাচ্ছিলেন না মনের মতো কোনো নায়িকা। এর আগের ছবির নায়িকা ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু এখন তিনি সদ্যোজাত কন্যাসন্তানের মা, আর তাই সেই সন্তানকে নিয়েই তিনি এখন ব্যস্ত।

অবশেষে কেটেছে চুম্বনের গেরো। সব ঠিক থাকলে প্রথমবার কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে। জানা গেছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পর্বের ছবিটির নাম বদলে হচ্ছে ‘কিলবিল সোসাইটি’। নায়িকা হিসাবে পাওয়া গেছে কৌশানী মুখোপাধ্যায়কে।

এর আগে আনন্দবাজার অনলাইন ইঙ্গিত দিয়েছিল এমন এক নায়িকার সঙ্গে কথা চলছে পরিচালকের, যার সঙ্গে বিয়ে হলে কেঁদে মরে যেতে হবে। নিমরাজি হয়েছিলেন নায়িকা। অবশেষে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

টালিউড পরিচালক সৃজিত কেন এ ছবির নাম ‘কিলবিল সোসাইটি’ রেখেছেন— তা অবশ্য জানা যায়নি। গত বছর সৃজিত ঘরে এনেছেন একের পর এক সাপ। দেশি-বিদেশি সেসব সাপের সঙ্গে এই ছবির কোনো যোগ আছে কিনা, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

এসএ-০২/০১/২৫(বিনোদন ডেস্ক)

মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী। চার বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে। বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা। কিন্তু সেসব এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতায়ও খুব একটা যান না তিনি।

এর ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। শোনা যায় তাদের নিয়ে বিচ্ছেদ চর্চাও। যদিও এ বিষয়গুলোকে শুধু গুঞ্জন বলেই উড়িয়েছেন তারা। কিন্তু সৃজিতের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিল অনেক কিছুর।

সেই পোস্টে টালিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে একটি ছবি ভাগ করেন সৃজিত। বলে রাখা ভালো, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলেছে জোর জল্পনা। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই।

এগুলোর সবকিছুই নাকি হয়েছে মিথিলার সঙ্গে দূরত্ব বাড়তেই। এরই মাঝে ঋতাভরীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ এক পোস্টে নতুন চর্চা শুরু। সেই ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। শুধু কি তাই? পোস্টের ক্যাপশনে সাহিত্যিক ভাষায় সৃজিত লেখেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’

কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ ‘প্রাক্তন’ ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেব-নিকেশের কথা বলতে চাইলেন তিনি! বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা; যদিও কারণ স্পষ্ট নয়।

এসএ-০১/০১/২৫(বিনোদন ডেস্ক)