রাত ১১:০০
মঙ্গলবার
১২ ই আগস্ট ২০২৫ ইংরেজি
২৮ শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
১৭ ই সফর ১৪৪৭ হিজরী
spot_img

এবারের সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

চার দিনের সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আশিক চৌধুরী বলেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলন সফল হয়েছে কি হয়নি তা সময়ই বলে দেবে। দশে দশে না পেলেও সম্মেলনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তিনি বলেন, সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। দেশে বিনিয়োগ বাড়াতে বছরে এক বা একাধিক বিনিয়োগ সম্মেলন করতে হবে।

বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ৫ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সরকারের খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি বলেন, বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দিবেন বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই।

এআর-০২/১৩/০৪ (জাতীয় ডেস্ক)

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘একসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) শব্দ পুনর্বহাল করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, ‘পাসপোর্টে নতুন করে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দটি পুনরায় বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

বাংলাদেশের পাসপোর্টে আগে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ লেখা ছিল।

তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

এআর-০১/১৩/০৪ (জাতীয় ডেস্ক)

রাফাকে চারিদিক থেকে ঘিরে গাজা থেকে বিচ্ছিন্ন করলো ইসরায়েল

গাজার রাফা অঞ্চলকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েল। পাশাপাশি মোরাগ করিডোর নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষিণাঞ্চলীয় শহরটিকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে দখলদাররা।

শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আল জাজিরা ও রয়টার্সের।

এ ছাড়া অঞ্চলটি থেকে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। এর আগে গত ১৮ মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল।

এদিকে রাফার নিয়ন্ত্রণের বিষয়ে শনিবার কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, রাফাহকে বাকি অংশ থেকে বিচ্ছিন্নকৃত দক্ষিণ গাজার একটি রুট “মোরাগ করিডোর” নিয়ন্ত্রণে নিয়েছে তার সেনাবাহিনী এবং ঘিরে রেখেছে পুরো রাফাহকে।

রাফাহ এখন ইসরায়েলের ‘নিরাপত্তা অঞ্চলের’ অংশ বলে এক বিবৃতিতে জানান তিনি। গাজায় ফিলিস্তিনিদের হুমকি দিয়ে তিনি বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করে হামাসকে নির্বাসিত করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেয়ার এটাই শেষ সুযোগ।’

যদি গাজার বাসিন্দারা তার কথা মতো কাজ না করে তবে উপত্যকার বেশিরভাগ অঞ্চলে ইসরায়েলি অভিযান ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাটজ বলেন, স্ট্রিপকে দুই ভাগে বিভক্তকৃত আরেকটি রুট নেটজারিম করিডোরকেও প্রসারিত করা হবে।

গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার কথা উল্লেখ তিনি বলেন, যেসব গাজাবাসী স্বেচ্ছায় অন্য দেশে চলে যেতে চায় তাদের যাওয়ার সুযোগ দেয়া হবে।

আগে থেকেই সীমান্তবর্তী গাজার ফিলাডেলফি করিডর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। এরপর খান ইউনিসের কাছে ইসরায়েল তৈরি করে মোরাগ করিডর। এই করিডরটির নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনিস থেকে আলাদা হয়ে যায়। অপরদিকে রাফার পুরো অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে।

এআর-০৩/১২/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)

ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান

ফিলিস্তিনির ওপর আগ্রাসন চালানো ইসরাইলের সঙ্গে মুসলিম বিশ্বের সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবির মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এরপর ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে লাখো মানুষের অশ্রুতে ইসরাইলি হামলা বন্ধ, শিশু ও নারীদের মৃত্যুবরণকারীদের জন্য প্রার্থনা করা হয়।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল ৩টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও এর কিছু পরে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিএনপির পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারির জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারির জেনারেল শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন সমাবেশে।

সংহতি সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরো বাড়তে থাকে। বেলা ১টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দীর মাঠ। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও প্রতিবাদী মানুষের ঢল আশেপাশে শাহবাগ, প্রেসক্লাব, জিরো পয়েন্ট, নীলক্ষেত, আজিমপুর এলাকা ছাড়িয়ে যায়।

এআর-০২/১২/০৪ (জাতীয় ডেস্ক)

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘চারুকলার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

এর আগে এ চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক কালো টি-শার্ট পরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভোর ৫টার কিছু আগে এটি ঘটে। আমাদের ধারণা, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। ডিটেনশন টিম কাজ করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এআর-০১/১২/০৪ (জাতীয় ডেস্ক)

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার পর ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) তাদের পাল্টা শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন জানান, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন আমদানির উপর তাদের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে উরসুলা ফন ডার লেন বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার বিষয়টি লক্ষ্য করেছি। আমরা আলোচনার দরজা খোলা রাখতে চাই। আমাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে তাদের মতামত নিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণের আগে আমরা তা ৯০ দিনের জন্য স্থগিত রাখবো।”

“তবে আলোচনা যদি আলোচনা সন্তোষজনক না হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করবো।”

ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের তিন দফা শুল্ক তীরের ধাক্কায় পড়েছে। প্রথমত, সব পণ্যে ২০ শতাংশ শুল্ক, দ্বিতীয়ত গাড়ি রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক এবং তৃতীয়ত, স্টিল ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক।

ইইউ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন আমদানির উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। পূর্বের ঘোষণা অনুসারে এই পাল্টা শুল্ক ডিসেম্বর পর্যন্ত তিন ধাপে কার্যকর হওয়ার কথা ছিল।

কিন্তু এর মধ্যেই বুধবার ট্রাম্প ঘোষণা দেন, চীন ছাড়া সব দেশের পণ্যের ওপর উচ্চহারের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে।

সবশেষের ২৫ শতাংশ শুল্ক কার্যকর ট্রাম্প আপাতত স্থগিত করলেও গাড়ি শিল্পে শুল্ক তুলে নেননি এবং সব দেশের পণ্যে আরোপ করা প্রাথমিক ১০ শতাংশ শুল্কও বহাল রেখেছেন।

এআর-০৩/১১/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)

১৪ এপ্রিল দেশে ফিরছেন বিএনপি মহাসচিব

সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ায় সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ এপ্রিল) নিজেই সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড।

স্ত্রী শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১৪ এপ্রিল বিকেলে আমরা দুজনই দেশে ফিরব।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।

 
এআর-০২/১১/০৪ (জাতীয় ডেস্ক)

মুক্ত হলো বিপ্রার ‘পাবে না আমাকে’

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সানজিদা বিপ্রা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম আধুনিক গান ‘পাবে না আমাকে’।

মিজানুর রাফির কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ হয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। রাজশাহী বেতারেও এনলিস্টেড এই শিল্পীর বর্তমানে নিজের পরজ শিল্প একাডেমী নামে সংগীত বিষয়ক স্কুল রয়েছে। যেখানে মূলত ক্লাসিক্যাল, পাশাপাশি অন্যান্য ধারার গানও শেখানো হয়। সবমিলিয়ে গানের সাথেই দিনরাত্রি যাপন তার।

এআর-০১/১১/০৪ (বিনোদন ডেস্ক)

কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: এমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে তাঁর দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। স্থানীয় সময় গতকাল বুধবার ফ্রান্স ফাইভ টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে আলাপে এ কথা বলেন ম্যাঁক্রো।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, চলমান ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এ সম্মেলনের কো–চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। এ সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান তিনি।

ম্যাঁক্রো বলেন, ‘স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে। কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে চাই।’

প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে।

তবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যেকোনো ‘একতরফা স্বীকৃতি’ হামাসের হয়ে ভূমিকা রাখবে।

জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৬টিই ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস।

এআর-০২/১০/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)

সাধারণ মানুষ চায় এই সরকার আরও ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ জনগণ আশা করছেন যে বর্তমান সরকার আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, পুলিশের বিশেষ নজর থাকবে যাতে করে অস্ত্রের ব্যবহার কমে আসে এবং যারা পরিস্থিতির অবনতি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি সমর্থন বেড়েছে এবং তারা আরও ৫ বছর রাষ্ট্র পরিচালনার জন্য বর্তমান সরকারকে দেখতে চাচ্ছে।

শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে, যার মাধ্যমে কিছু অপরাধীকে হস্তান্তর করা যায়, তবে এই প্রক্রিয়া এখনও চলমান। তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

কৃষি সেক্টর নিয়ে তিনি বলেন, সুনামগঞ্জে এবারে ভালো ফসল হয়েছে। তবে কিছু জমি পতিত রয়েছে, যা ব্যবহারে সহায়তা করার জন্য সুনামগঞ্জ অঞ্চলে প্রায় ৫০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 
এআর-০১/১০/০৪ (জাতীয় ডেস্ক)