বগুড়ায় বাঁশঝাড় থেকে ৫ জুয়াড়ি ধরা

বগুড়ার আদমদীঘিতে এক মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়ে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোররাতে উপজেলার বড়আখিড়া গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বড়আখিড়া গ্রামের মনছুর আলীর ছেলে রোস্তম আলী (৩০), খয়বরের ছেলে সোহাগ (২৮), কায়ছারের ছেলে শরিফুল ইসলাম (৩০), ছায়েদ আলীর ছেলে সামছুর রহমান (৩২) ও তহির উদ্দীনের ছেলে মোজাম সরদার (৪২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের নির্জন স্থানে বাঁশঝাড়ে এক দল জুয়াড়ি দীর্ঘদিন মিনি ক্যাসিনো বসিয়ে জুয়া চালাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বিএ-০৯/১৪-১০ (উত্তরাঞ্চল ডেস্ক)