সাবেক মেম্বারের বাড়িতে মিলল কৃষি প্রণোদনার সার ও বীজ

বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের সাবেক মেম্বার মেহেদী হাসান পুলুর বাড়িতে সার ও বীজগুলো জব্দ করা হয়। এ ঘটনার পররেই মেহেদী হাসান পুলু পালিয়ে যায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার একদল পুলিশ নিয়ে ধান বীজ ব্যবসায়ী মেহেদী হাসান পুলুর বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় ব্রী ৪৮ জাতের ১০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫ কেজি ওজনের ৫ বস্তা ধান বীজ, এমওপি সার ২২ বস্তা ও ডিওপি সার ৪৪ বস্তা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেহেদী হাসান পুলু পালিয়ে যায়।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেন, ধানের বীজ ও সার জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএ-০৬/২৮-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)