বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নন্দীগ্রাম উপজেলার বিজঘাট এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের পাশের একটি খাল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শার্ট ও লুঙ্গি পরা মৃত ব্যক্তির মাথা ও বাম পায়ে আঘাতের চিহ্নসহ ডান হাত ভাঙা রয়েছে। পুলিশের ধারণা, রাতের যে কোনো সময় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর পরিবহন কর্মীরা মরদেহটি খালে ফেলে রাখে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধারের সময় এলাকার লোকজন দেখে কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর পরিবহন কর্মীরা মরদেহ খালে ফেলে রেখে যায়।

মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএ-০৭/১১-০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)