ভারত থেকে ফিরে বাড়িতে উঠলেন ৪ বাংলাদেশি

ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনের বিধি না মেনে বাড়িতে অবস্থান নেওয়ায় বগুড়া নারুলী এলাকায় একটি বাড়িতে লাল পতাকা ও হোম কোয়ারেন্টিন স্টিকার লাগিয়ে দিয়েছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান।

সোমবার সকালে নারুলী এলাকার ওয়াসীউল ইসলামের বাড়িতে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়।

এ সময় বগুড়া সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া শহরের নারুলী এলাকার মাহবুবুর রহমান, লাভলী আক্তার, ওয়াসীউল ইসলাম, মাহবুবা রহমান নামের চার ব্যক্তি মেডিকেল ভিসায় ভারতে অবস্থান করছিলেন। গত রোববার  রাতে তারা দেশে ফেরেন।

তবে দেশে ফিরে বর্তমান করোনা পরিস্থিতির বিধিনিষেধের তোয়াক্কা না করেই তারা সরাসরি নিজ বাড়ি বগুড়ায় ফিরে যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিষয়টি এলকাবাসী বগুড়ার সিভিল সার্জনকে অবগত করলে সোমবার সকালে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ গিয়ে ওই বাড়িতে লাল পতাকা ও হোম কোয়ারেন্টিন স্টিকার লাগিয়ে দেয়।

ভারতফেরত ওয়াসীউল ইসলাম বলেন, আমার শ্বশুর মাহবুবুর রহমানের ওপেন হার্ট সার্জারির জন্য কলকাতা গিয়েছিলাম।

এ বিষয়ে ওসি সেলিম রেজা বলেন, ভারত থেকে ফিরে কোয়ারেন্টিন না মেনে বাড়িতে আসায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএইচ-৩২/০৩/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)