বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬ জনের

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দিন ৩৭ নমুনায় ২ জনের করোনা শনাক্ত হয়।

সাহারুল ইসলাম জানান, গত মঙ্গলবার ৫৯ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৫৫ নমুনায় ছয়জন করোনা পজিটিভ হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে চার নমুনায় সবার নেগেটিভ আসে। নতুন করোনায় শনাক্ত ছয়জনই সদরের বাসিন্দা।

এদিকে, করোনাভাইরাসের এই ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রবণতার কারণে মন্ত্রিপরিষদ বিভাগ কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুসারে মাস্ক পরা, জনসমাগম যথাসম্ভব বর্জন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ ছয় দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা মানাতে জেলা প্রশাসন মাঠে কাজ শুরু করেছে।

বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুন নাইম মাস্ক বিতরণ করেন।

তিনি জানান, মানুষের মধ্যে মাস্ক পরিধান নিয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। এটি অব্যাহত থাকবে। সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। করোনা টিকা নেওয়া হোক বা না হোক উভয় অবস্থাতেই সবাইকে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে।

এসএইচ-১২/২৯/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)