চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা গুড়য়ে দিলো ভ্রাম্যমান আদালত

চাঁপাইনবাবগঞ্জে ইটভাটার অবৈধ ড্রাম চিমনি গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলা সদরের ভবানীপুর এলাকার হিরো ব্রিকস ভাটায় এ অভিযান চালায় রাজশাহী পরিবেশ অধিদপ্তর।

বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

এসময় পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট রফিকুল ইসলাম ও নমুনা সংগ্রহকারী নীল রতন সরকার উপস্থিত ছিলেন।

জুনিয়র কেমিস্ট রফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালত অভিযানে হিরো ব্রিকস এর ইটভাটায় অবৈধ ড্রাম চিমনী পান। পরে আদালত ওই চিমান গুড়িয়ে দেয়ার নির্দেশ দেন।

ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে ভাটা ব্যবস্থাপক এনামুল হক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত। তবে তাৎক্ষনিক জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তিপান তিনি।

জনস্বার্থে এই অভিযান চালবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।

বিএ-১২/২১-০১ (নিজস্ব প্রতিবেদক)