চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল গুলিবিদ্ধ, নিখোঁজ ২

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ ও অপর দুইজন নিখোঁজ রয়েছেন।

শনিবার দিনগত রাতে সদর উপজেলার জোহরপুর সাতরশিয়া সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে তারা আহত হন।

আহতদের মধ্যে সাহাবুদ্দিনকে (২১) রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গুলিবিদ্ধ সাহাবুদ্দিনের বাবার নাম কামাল উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর সাতরশিয়া গ্রামে তাদের বাড়ি।

হাসপাতালে সাহাবুদ্দিনের সঙ্গে আসা স্বজনরা জানান, শনিবার রাতে সাহাবুদ্দিনসহ একদল বাংলাদেশি রাখাল গরু আনতে সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তের ভেতরে যায়। গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পাতলাটোলা বাহুড়া ক্যাম্পের জওয়ানরা তাদের ধাওয়া করে।

এসময় বিএসএফ বাংলাদেশি রাখালদের লক্ষ্য করে ২০ রাউন্ডের বেশি গুলি করে। এতে সাহাবুদ্দিন, মেসের আলী ও অজ্ঞাত আরও এক রাখাল গুলিবিদ্ধ হয়। সহযোগী রাখালরা সাহাবুদ্দিনকে উদ্ধার করে সীমান্তের এপারে নিয়ে আসে। সাহাবুদ্দিনের পায়ে গুলি লাগে। তবে এখন পর্যন্ত মেসের আলীসহ অজ্ঞাত আরও এক রাখালের খোঁজ মেলেনি।

এদিকে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি রাখালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সরওয়ার সাজ্জাদের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিএ-১৪/২৪-০৩ (উত্তরাঞ্চল ডেস্ক)