লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এমপি গোপাল

দিনাজপুরের কাহারোল উপজেলায় ইউপি নির্বাচনে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্ব-স্ত্রীক ভোট দিয়েছেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

রোববার বিকেল সাড়ে ৩টায় ৬নং রামজন্দ্রর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মনোরঞ্জন শীল গোপাল বলেন, খুবই সুন্দর পরিবেশে ভোট দিলাম। যারা এখনো কেন্দ্রে আসেননি, তাদের দ্রুত কেন্দ্রে এসে ভোট দিতে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কাহারোলের উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। ১৯৯৬ সালে এ উন্নয়ন শুরু হয়। মাঝে বিএনপি জামায়াতের আমলে উন্নয়নের ধারা ব্যাহত হয়েছিল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর থেকে যে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ আমাদের পাশেই থাকবে বলে আশা করি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইউসুফ আলী জানান, ৪৪নং নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩নং বুথে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বিকেল সাড়ে ৩টায় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

এসএইচ-১৯/২৬/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)