ধরে নিয়ে যাওয়া সেই দুই ছাত্রকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে দুই মাদরাসা ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার বেলা সাড়ে ৫টার দিকে ওই দুই ছাত্রকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারত হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার সুলতান।

এর আগে, রোববার বেলা পৌনে ২টার দিকে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের জিরো পয়েন্ট থেকে ওই দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

পরে স্থানীয়দের দাবির মুখে বিএসএফকে পতাকা বৈঠকে আহ্বান জানায় বিজিবি। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠক শেষে বেলা সাড়ে ৫টার দিকে ওই দুই শিক্ষার্থীকে ফেরত দেয় বিএসএফ সদস্যরা।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই সুলতান ও বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হিলি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলম হোসেন।

বিজিবি সূত্রে জানা যায়, রিফাত (১৪), রুহুল আমিন (১৪) নামে ওই দুই ছাত্র হাকিমপুর উপজেলায় গিয়েছিল করোনার টিকা দেওয়ার জন্য। টিকা দেওয়া শেষে সীমান্ত এলাকায় বেড়াতে যায় তারা। এরইমধ্যে বিএসএফ সদস্যরা তাদেরকে ডাক দেয় এবং সীমান্তের জিরো পয়েন্ট থেকে ধরে নিয়ে যায়।

তারা দুজনেই হিলির হাকিমপুর উপজেলার আলীহাট মাদ্রাসার ছাত্র।

এসএইচ-২২/১৬/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)