রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বহিরাগত এক অটো ড্রাইভারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়নের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম রাজু (৩৮)। সে নগরীর নামোভদ্রা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানা পুলিশের ওসি তদন্ত মাহবুব আলম।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয় সে। পরে সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীরের সহায়তায় মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে এখন মতিহার থানায় আছে।
বিএ-০২/০৮-০২ (শিক্ষা ডেস্ক)