ঘূর্ণিঝড় ফনির কারণে বিসিএস পরীক্ষা পেছাবে না

ঘূর্ণিঝড় ফনির কারণে বিসিএস পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আগামীকাল (৩ মে) বিসিএস পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহম্মাদ সাদিক জানিয়েছেন ঘূর্ণিঝড় ফনির কারণে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাবে না। আমরা আবহাওয়া অধিদফতরের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ফনী শুক্রবার বিকালের পর বা শনিবারে আঘাত হানতে পারে। তাই পরীক্ষা পেছানোর পরিকল্পনা আমাদের নেই।

অতীতের সব রেকর্ড ভেঙেছে ৪০তম বিসিএস। এবার ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

এই বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিএ-০১/০২-০৫ (শিক্ষা ডেস্ক)