রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের (আরসিপিসি) দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী কলেজ মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন আরসিপির সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক।

এসময় উপদেষ্টামণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাসনা আরা বেগম, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো.নৈারজুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক সাদিকুল ইসলাম , বাংলা বিভাগের প্রভাষক মুহ. ইমরান হুসাইন প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ মহা. হবিবুর রহমান বলেন, প্রেজেন্টেশন ক্লাবের সদস্যরা পেশাদার বক্তারমতো কথা বলতে পারে। আমরা কলেজের এ উপস্থাপনা বিভাগকে উন্নত করতে চাই। প্রেজেন্টেশন ক্লাবের সদস্যরা যেমন ইংরেজীতে এগিয়ে তেমনি ভাষাজ্ঞান, উপস্থাপনা, পড়াশুনা সবকিছুতে এগিয়ে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামীতে এই ক্লাবের যেকোন সমস্যা সমাধানে আমি সাহায্য করব।

আরসিপির প্রতিষ্ঠাতা সভাপতি হাসান আলী, বর্তমান সাধারণ সম্পাদক সুইটি খানমসহ বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আরসিপিসি’র সভাপতি মশিউর রহমান মনি।

বিএ-১৩/১৯-১১ (নিজস্ব প্রতিবেদক)