রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

তিনি জানান, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪টি ইউনিটে। প্রতি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।

সভা সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়ে ২৭ জুলাই শেষ হবে। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫মে থেকে ৯ জুন পর্যন্ত। পরবর্তীতে পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত।

শুধুমাত্র এই সেশনের জন্যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

উল্লেখ্য, গতবার ২০২০-২১ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসএইচ-০৫/৩১/২২ (শিক্ষা ডেস্ক)