রাবিতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার ভর্তি আবেদন

প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে সাড়ে ৪১ হাজার। আবেদন শুরু হয়েছে বুধবার দুপুর ১২টায় এবং চলবে আগামী ৯ জুন রাত ১২ টা পর্যন্ত।

বৃহস্পতিবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় তিন ইউনিটে আবেদন জমা পড়েছে মোট ৪১ হাজার ৭৪১ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৩ হাজার ৫১৮ টি, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৬৭ টি এবং ‘সি’ ইউনিটে জমা পড়েছে ১৬ হাজার ১৫৬ টি আবেদন।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। সকাল ৯ টা থেকে ১০টা প্রথম শিফট, বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত তৃতীয় শিফট ও বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই সময়সূচিতে আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএইচ-১৫/২৬/২২ (শিক্ষা ডেস্ক)