চার দিন বন্ধ থাকবে রাবির ক্লাস-পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯, ৩০ ও ৩১ মে। এই ভর্তি পরীক্ষা উপলক্ষে চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৯, ৩০ ও ৩১ মে ভর্তি পরীক্ষা উপলক্ষে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

তবে ২৭ মে বিভাগীয় অফিস খুলে রাখার ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে।

প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।

এসএইচ-১৭/২৬/২৩ (শিক্ষা ডেস্ক)