ছোটবেলায় নাকি তার চুরির অভ্যাস ছিল। ‘কফি উইথ করণ’ টক শো–তে এসে দাদা অর্জুন কাপুরের সামনেই স্বীকার করে নিলেন শ্রীদেবী কন্যা। সম্প্রতি ঈশান খট্টরের সঙ্গে তাঁর নতুন ছবি ধড়ক মুক্তি পেয়েছে।
তারপর থেকে কখনও ঈশানের সঙ্গে সম্পর্ক, কখনও পরিবার ও মা শ্রীদেবীকে নিয়ে আলোচনার প্রসঙ্গে উঠে এসেছে জাহ্নবীর নাম।
সেই নিয়েই দাদা অর্জুন কাপুরের সামনে খোলাখুলি আলোচনা করলেন তিনি। উঠে এল পারিবারিক নানা কথা। তার সঙ্গে শৈশবের প্রসঙ্গও। সেখান থেকেই জাহ্নবীর এক শৈশবের বন্ধু বলে বসলেন এক আশ্চর্য কথা।
ছোটবেলায় নাকি হাতটান স্বভাব ছিল জাহ্নবীর। তবে টাকা, পয়সা বা দামি জিনিস নয়, তিনি সুযোগ পেলেই মাছ সরাতেন। তারপর জাহ্নবী নিজেই বললেন, ‘একবার একটা পাঁচতারা হোটেলে গিয়েছিলাম। সেখানে খাওয়া দাওয়ার পর দেখলাম হোটেলের পুলে সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে। আমি একটা জগে করে সেই পুল থেকে কয়েকটা মাছ তুলে নিলাম।
তারপর বাড়িতে অ্যাকোরিয়ামে এনে ঢেলে দিলাম। এমনই স্বভাব ছিল ছোটবেলায়।’ তবে একটা ঘটনা নয়, শ্রীদেবীর বাজার থেকে কিনে আনা মরা পমফ্রেট মাছও নাকি সরিয়ে ফেলেছিলেন জাহ্নবী।
টক শো–যে এই কথা স্বীকার করার পরেই অর্জুন ও করণ দু’জনেই হেসে গড়িয়ে পড়েন। কে জানতো, ছোটবেলায় হাতটান ছিল জাহ্নবীর।
এসএইচ-০৫/০৩/১২ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র : আজকাল)