কেরিয়ারের শুরুতে কেমন ছিলেন ছোট পর্দা থেকে বড় পর্দা মাতানো অভিনেত্রী জুন

কেরিয়ারের শুরুতে

৯০-এর দশক থেকে টেলিভিশনে অভিনয় শুরু জুন মাল্যর। আজও তাঁর ভক্তের সংখ্যা কম নয়। জেনে নিন কেরিয়ারের শুরুতে জুনের যাত্রাপথ কেমন ছিল।

প্রথমে মডেলিং ও টেলি-ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু জুনের।

প্রথম দিকে ‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘শিকার’, ‘পদক্ষেপ’ ছবিতে অভিনয় করেছিলেন।

‘নীল নির্জনে’ (২০০৩) ছবিতে জুনের সাহসী দৃশ্য নজর কেড়েছিল।

‘তিন ইয়ারির কথা’ (২০১২) ছবির জন্যও প্রশংসিত হয়েছেন।

‘জুলফিকার’ (২০১৬), ‘রোম্যান্টিক নয়’ (২০১৬) ‘হর হর ব্যোমকেশ’ (২০১৫) ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি।

‘দিদি নম্বর ওয়ান’ রিয়্যালিটি শো-এর একটি সিজনে সঞ্চালনা করেছিলেন।

ওয়েব সিরিজ ‘ভার্জিন মোহিটো’-তে অভিনয় করেছেন জুন মাল্য।

জুন দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের মা।

বড় মেয়ে শিবাঙ্গিনী মাল্য মডেলিং করেন।

বিভিন্ন বাংলা ছবিতে অভিনয় করে তিনি আজও দর্শকের মনে রয়ে গিয়েছেন।

আরএম-০৮/০৩/০১ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)