রাজশাহীতে মাদক সেবনের সময় সাংবাদিক সনেটসহ আটক-৫

রাজশাহীর পুঠিয়ায় গভীররাতে মাদক সেবনের সময় বে-সরকারী চ্যানেল এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি ও তার আরো চারজন সহযোগিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার কৈরাজামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও এশিয়ান টিভির রাজশাহী জেলা প্রতিনিধি মুরাদুল ইসলাম সনেট (৩৮), রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা এলাকার বজলুর রহমানের ছেলে রনি (৩২), একই এলাকার শামসুল হকের ছেলে রিপন (৩১), রাজপাড়া থানা এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে রুবেল (২৮) একই এলাকার আয়েশ উদ্দীনের ছেলে আকিব (২৮)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোররাতের দিকে আটককৃতরা বানেশ্বর বাজারের একটি নির্জন এলাকায় বিভিন্ন মাদক সেবন করছিল। সে সময় বানেশ্বর এলাকায় থানার কর্তব্যরত উপ-পরির্দশক তৌফিক পারেভেজ তাদের আটক করেন।

আটককৃতদের স্বাস্থ্য পরীক্ষায় মাদক সেবনের নমুনা পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরেই তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

বিএ-০৩/০৩-০১ (নিজস্ব প্রতিবেদক)