সুবীর নন্দী সিঙ্গাপুরে চোখ খুলে কাঁদলেন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দী চোখ খুলেন। চোখ খুলে একমাত্র মেয়েকে দেখে কেঁদে দিলেন তিনি।

বিষয়টি জানিয়েছে নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী। ফাগুনী নন্দী বলেন, শুক্রবার সকালে চিকিৎসকেরা আমাকে বলেছেন বাবার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার এমআরআই করার কথা রয়েছে। সবার কাছে দোয়া চেয়েছে মেয়ে ফাল্গুনী নন্দী।

বরেণ্য এই সংগীতশিল্পীকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার সময় ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন।

এসএইচ-৩২/০৩/১৯ (বিনোদন ডেস্ক)