‘কবীর সিং’দেখতে বয়স বাড়িয়ে ‘প্রাপ্তবয়স্ক’ কচিকাঁচারা

কবীর সিং

বলিউড অভিনেতা শাহিদ কাপুর আর কিয়ারা আডবানী অভিনীত ‘কবীর সিং’ছবিতে বুঁদ কচিকাঁচারা।শুধুমাত্র ‘প্রাপ্তবয়স্ক’দের জন্য মুক্তি পাওয়া এ ছবি দেখার জন্য তাই কিশোর-কিশোরীরা নিজেদের ভুয়া আধার কার্ড তৈরি করতেও দ্বিধা করছে না।

১৮ বছরের নিচে কেউ কবীর সিং দেখতে পারবে না। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এক সপ্তাহের মধ্যে ছবি ব্যবসা করে ফেলেছে ১শ’ কোটি টাকার।

ফলে ছবিটি দেখার তুমুল আগ্রহ থেকে কিশোর-কিশোরীরা প্রযুক্তির ওই অপব্যবহার শুরু করেছে। জয়পুরের বহু কিশোর-কিশোরী ভুয়া আধার কার্ড তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে।

যুবরাজ (নাম পরিবর্তিত) নামের ১৪ বছরের এক কিশোরের ভাষ্য, “বুকমাইশো থেকে অনেক টিকিট কেটেছিলাম। সেখানে বয়সের প্রমাণ চাওয়া হয়নি। কিন্তু স্কুলের বন্ধুরা বলেছিল, গেটে বয়স দেখতে চাইছে। তাই মোবাইলে আধার কার্ডের ছবি তুলে সেখানে বয়স পালটে নিয়েছিলাম। ব্যস এক মিনিটে আমরা প্রাপ্তবয়স্ক।

আরএম-১৬/০৪/০৭ (বিনোদন ডেস্ক)