‘এটা যে সিনেমা হচ্ছে, জানতাম না’

এটা যে সিনেমা

এটা নতুন কিছু নয়। নিজের অভিনীত সিনেমা নিয়ে এমন প্রতিক্রিয়া আগেও কেউ কেউ দিয়েছেন। মানে, শুটিং হয় নাটক কিংবা টেলিছবি হিসেবে আর সেটি মুক্তির সময় জানা যায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র!

শিল্পীদের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম হলো আরও একটি ছবি। নাম ‘ভালোবাসার রাজকন্যা’। মৌসুমী হামিদ ও শিপন মিত্র জুটিকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন চ্যানেল আই’র অনুষ্ঠান পরিচালক রাজু আলীম।

চ্যানেল আই  ১৭ জুলাই এক ইমেইল বার্তায় জানায়, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘ভালোবাসার রাজকন্যা’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। শুধু বড় পর্দাতেই নয়, একই সময়ে এটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আই পর্দাতেও!

অনেক দিন পর বড় পর্দায় উঠছে টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের চলচ্চিত্র। অনুভূতি জানতে চাইলে পাওয়া যায় অসহায় প্রতিক্রিয়া। বাংলা ট্রিবিউনকে শুরুতেই বলেন, ‘এটা যে সিনেমা হচ্ছে, সেটা জানতাম না। আমরা টেলিছবি হিসেবেই নেপালে গিয়েছি। শুটিং করেছি। ঢাকায় ফিরেও খানিক কাজ করলাম। মানে শেষের দিকে টের পাচ্ছিলাম এটা সম্ভবত সিনেমার দিকেই যাচ্ছে।’

আরও বলেন, ‘তো যাই হোক, যা হলো খুব খারাপ কিছু হয়নি সম্ভবত। কাজের অভিজ্ঞতা ভালো ছিল। নেপালে ভালো ওয়েদার পেয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটি।’

‘ভালোবাসার রাজকন্যা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অরুণ চৌধুরী। এতে মৌসুমী-শিপন ছাড়াও অভিনয় করেছেন আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু, মিলি বাশার প্রমুখ।

ছবিতে গান গেয়েছেন দেশের নন্দিত দুই শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফেরদৌস আরা।

রাজু আলীম জানান, চ্যানেল আইয়ে ছবিটি দেখানো হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি।

রএম-১৬/১৮/০৭ (বিনোদন ডেস্ক)