লতা মঙ্গেশকরের মৃত্যুর গুজব ওড়ালেন ভাইঝি

আগের থেকে ভাল আছেন লতা মঙ্গেশকর। কিন্তু গুজব ছড়িয়ে পড়েছিল যে, প্রয়াত হয়েছেন প্রবাদপ্রতিম গায়িকা। সুরসম্রাজ্ঞীর স্বাস্থ্য সম্পর্কে ছড়িয়ে পড়া এমন নেতিবাচক গুজব উড়িয়ে দিলেন তাঁর ভাইঝি রচনা। তিনি আবেদন করেছেন, ‘‌ভুয়ো খবরে কান দেবেন না।’‌

উল্লেখ্য, শ্বাসকষ্ট নিয়ে গত ১১ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছরের কিংবদন্তি সঙ্গীতশিল্পী। সেখানে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাঁর ভাইঝি রচনা জানান, এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

লতা মঙ্গেশকর ভাল আছেন বলে জানান আরপিজি এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কাও। তিনি টুইটে লেখেনন, ‘‌আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসকদের একটি দল আজ লতা মঙ্গেশকরজিকে দেখতে এসেছিলেন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।’‌

ভারতরত্ন প্রাপ্ত গায়িকা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছ‌ড়িয়ে পড়ে নানা গুজব। এই গুজবকে উড়িয়ে গায়িকার মুখপাত্র জানিয়েছিলেন, ‘‌লতা দিদি ভাল আছেন।’‌

গায়িকার ভাইঝি রচনাও জানান, ‘‌আমরা লতা জিকে হাসপাতালে ভর্তি করেছি। গত রাতের থেকে এখন তিনি ভাল আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।’‌‌‌

এসএইচ-১৬/১৮/১৯ (বিনোদন ডেস্ক)