মৃত্যুর আগে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল ইরফানের

বলিউড অভিনেতা ইরফান খানের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ইরফান খান চলে যাওয়া এক বছরে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন স্ত্রী সুতপা শিকদার। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।

ইরফানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি ছিল সুতপার। প্রিয় বন্ধুকে ছাড়া কেমন আছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একটা বছর ভালোমন্দ মিশিয়ে কেটেছে। আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। কখনো মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক, আবার মনে হচ্ছে ঘটনাটা মঙ্গলবার ঘটেছে। ফলে ঠিক কেমন আছি, জানি না।’

অভিনেতার স্ত্রী আরও বলেন, ‘আমি কাজের অফার পেয়েছি। লেখার অফার পেয়েছি। কিন্তু লিখতে পারছি না। হচ্ছে না আমার দ্বারা। তবে কিছু দায়িত্ব আছে আমার, সেগুলো করছি। কখনও কখনও অসহায়তা ঘিরে ধরে।’

সাক্ষাৎকারে সুতপা জানান, ইরফান সারাদিন কাছে না থাকলেও, যেটুকু সময় পেতেন একসঙ্গে কাটাতেন। ইরফান শুটিং থেকে ফিরলে একসঙ্গে বসে সিনেমা দেখতেন। সেই সময়গুলোই মনে পড়লেই মন খারাপ হয়ে যায়। যা থেকে আজও বেরোতে পারেননি সুতপা।

মৃত্যুর দুই মাস আগে ইরফানের ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল উল্লেখ করে সুতপা বলেন, ‘চিকিৎসকরা বলেছিলেন, এই অবস্থায় রোগীরা আরো পাঁচ বা দশ বছর বাঁচতে পারেন। ফলে এই অঘটনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। লন্ডনে চিকিৎসার সময় পরিবারের সঙ্গে অনেক পরিকল্পনা করেছিলেন। ঘুরতে যাওয়ার ইচ্ছাও ছিল তার। কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই চলে গেছেন তিনি।’

এসএইচ-৩০/২৮/২১ (বিনোদন ডেস্ক)