হাসপাতাল ছাড়লেন নায়ক আলমগীর

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরেণ্য অভিনেতা আলমগীর। টানা ১৭ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি। বুধবার বিকেলের মধ্যে হাসপাতাল ছাড়বেন- দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

গত ১৭ এপ্রিল করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আলমগীর ও রুনা লায়লা। ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন আলমগীর। পরে ওইদিন বিকেলেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

জানা গেছে, হাসপাতালে ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে ছিলেন আলমগীর। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখাশোনা করেছেন।

এক সাক্ষাৎকারে আলমগীর বলেন, ‘সবার আন্তরিকতা ছিল এক কথায় অসাধারণ। হোমলি এনভায়রনমেন্টে ছিলাম।’

বাসায় ফেরার অনুমতি পেয়ে ভালো লাগছে এ অভিনেতার। এমনটাও জানিয়েছেন তিনি। তবে বাসায় ফিরে আরও কয়েকদিন সাবধানতা মেনে চলতে হবে তাকে। এদিকে চিকিৎসাধীন আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। এতে বেশ মর্মাহত হয়েছিলেন তিনি। আর ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লা।

এসএইচ-৩৭/০৫/২১ (বিনোদন ডেস্ক)