তিন মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন নায়ক ফারুক ফের আইসিইউতে

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুককে ফের আইসিইউতে নেওয়া হয়েছে।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুক বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ৭৩ বছর বয়সী ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় তিন মাস ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

দীর্ঘদিন কোমায় থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ফারুককে গত মাসের ২৮ এপ্রিল সাধারণ কেবিনে নেওয়া হয়। কিন্তু দুদিনের মধ্যেই জটিলতা দেখা দেয়। তার জ্বর আসে। পরে আবার ১ মে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ খিঁচুনি উঠায় ফারুককে প্রথমে আইসিইউতে নেওয়া হয়; পর শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়। ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেওয়া হয়; সেই থেকে টানা দেড় মাসের মতো আইসিইউতে চিকিৎসা চলেছে তার।

নিয়‌মিত চেকআপের জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। চেকআপের মধ্যেই শারীরিক জটিলতা নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এসএইচ-২৭/২৬/২১ (বিনোদন ডেস্ক)