করোনার ভয়াবহতা নিয়ে মুখ খুললেন দীপিকা

২০২১ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। করোনায় আক্রান্ত হয়ে পার করেছিলেন দুর্বিষহ দিন। এবার এক সাক্ষাৎকারে করোনার অভিজ্ঞতার ব্যাপারে জানান এই বলিউড নায়িকা।

জানালেন করোনা পজিটিভ হওয়ায় তার কী কী সমস্যায় পড়তে হয়েছিল। সাক্ষাৎকারে ‘৮৩’ অভিনেত্রীর দাবি নিজেকেই শারীরিকভাবে চিনতে পারছিলেন না তিনি!

করোনার ভয়াবহতা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘করোনা থেকে সুস্থ হওয়ার জন্য যে ধরনের স্টেরয়েড দেওয়া হয়েছিল সেগুলো আমার শরীরকে দুর্বল করে দিয়েছিল। কিছুই যেন মনে রাখতে পারছিলাম না। শরীরের সঙ্গে মনের কোনো মিল খুজে পাচ্ছিলাম না। এ এক অদ্ভুত অনুভূতি।’

দীপিকা আরও বলেন করোনা নেগেটিভ হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হতে তার ২ মাস সময় লেগেছিল। ওই সময় কাজের থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। খুব কঠিন সময় ছিল তার কাছে সেটা। প্রসঙ্গত, এপ্রিলে পীপিকা পাড়ুকোন, বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জলা পাড়ুকোন এবং বোন অনিশাসহ সবাই করোনা আক্রান্ত হয়েছিলেন।

সম্প্রতি ‘৮৩’সিনেমায় অভিনয় করেছেন নজর কেড়েছেন দীপিকা। সিনেমায় তার উপস্থিতি স্বল্প সময়ের জন্য হলেও তা দর্শকের মন জয় করেছে।

এসএইচ-১১/০৯/২২ (বিনোদন ডেস্ক)