বছরের শুরুতেই টলিউডে বিয়ের সানাই। কনে ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের ঊষসী অর্থাৎ রুশা চট্টোপাধ্যায়। বর অশোকনগরের অনুরণ রায় চৌধুরী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজের খাতিরে থাকেন যুক্তরাষ্ট্রে। বিয়ের পর বউকে সঙ্গে নিয়ে বিদেশে উড়াল দেবেন।
সর্বশেষ ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে একটি পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল রুশাকে। ২০১৬ সালের পর তেমন একটা নিয়মিতও নন। নতুন বছরে বিয়ে তারপর পরিকল্পনা কী? তবে কি অভিনয়কে বিদায় জানাবেন? উত্তরে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেল। সব গুটিয়ে এবার বিদেশ যাওয়ার পালা। নতুন দেশে গিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাই। এখনও তেমন কিছুই ভাবিনি, কী করব।’
মাঝখানে শোনা গিয়েছিল টলিপাড়ার এক অভিনেতার প্রেমে পড়েছিলেন রুশা। চুটিয়ে নাকি প্রেমও করেছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি। অতীত ভুলে মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন তিনি। ১৯ জানুয়ারি চারহাত এক হতে চলেছে রুশা-অনুরণের।
উল্লেখ্য, ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র হাত ধরে অভিনয় জীবনের সূচনা করেন রুশা। এই সিরিয়ালের নায়িকা ললিতার (ঋতাভরী চক্রবর্তী) বোন অর্থাৎ লাবণ্যের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’তে মুখ্য চরিত্রে দেখা যায় তাকে।
এসএ-১২/০১/২৩ (বিনোদন ডেস্ক)