বলিউড নায়িকা পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ে আর কয়েক দিন পরেই। রাজস্থানের রাজকীয় এক হোটেলে বসবে তাদের বিয়ের আসর। সব প্রস্তুতিই শেষের দিকে। আগামী ২৫ সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এরইমধ্যে ঠিক করে ফেলেছেন বিয়ের সাজ-পোশাক।
ভারতীয় সূত্র অনুযায়ী, বিয়ের আসরে নববধূ পরবেন লেহেঙ্গা ও ভারী গয়না। পরিণীতি চোপড়া তৃতীয়া ফাইন জুয়েলারির সঙ্গে তার দাম্পত্য ফ্যাশন নিয়ে ফটোশুট করেছেন।
পরিণীতির বিয়ের সাজ-পোশাক নিয়ে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন, প্রথম ছবিটিতে পরিণীতিকে একটি জমকালো কালো লেহেঙ্গা পরতে দেখা গেছে। সুন্দর সিলভার সিকুইন করা বড় হাতার সঙ্গে একটি ম্যাচিং দোপাট্টা এবং ঘেরওয়ালা লেহেঙ্গা পরে হাজির হয়েছেন তিনি।
গলায় একটি হীরা-পান্নার জড়োয়া নেকলেস দেখা গেছে যার সবুজাভ আবরণ তাকে ঘিরে রেখেছে আলোয় আলোয়।
এর আগে গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন তারকা যুগল।
প্রসঙ্গত, পরিণীতি চোপড়ার হবু স্বামী আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা মাত্র ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এর আগে তিনি দিল্লির রাজেন্দ্রনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএ-০২/০৯/০৮ (বিনোদন ডেস্ক)