চোখের সামনে বাঁধন ‘নটি’ হয়ে উঠলেন : বন্যা মির্জা

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন বলিউডেও। গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ‘খুফিয়া’। মুক্তির পরই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সিনেমাটি। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ।

মুক্তির পর বাঁধনের ‘খুফিয়া’ দেখে ভূয়সী প্রশংসা জানিয়েছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। পাশাপাশি সিনেমাটি দেখে মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।

পাঠকদের সুবিধার জন্য বন্যার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন, তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন।

অভিনয় শব্দটির ব্যাখ্যা করে বন্যা মির্জা বলেন, ‘অভিনয়রে সঙ্গে দক্ষতা শব্দটি আমরা বলেই থাকি। কিন্তু দক্ষতা আসলে কী? ভালো অভিনয় করতে পারা? ভালো অভিনয় কী? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন? একেবারে ঘেমে-নেয়ে উঠেছেন? না, তা না। একমাত্র কাজ অভিনেতার তা হলো, নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে অন্য এক মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতটাই সত্য যে, দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরূহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোনো এক হিনার জীবন, যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।

বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা বলেন, ‘আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে, কীভাবে একজন ‘নটি’র জন্ম হয়! বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য যে, সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!

অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। তিনি ছাড়াও এতে আরও চরিত্রে অভিনয় করেছেন, টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

এসএ-০১/১০/০৮(বিনোদন ডেস্ক)