মোবাইল টাওয়ারে উঠে প্রধানমন্ত্রী হওয়ার আবদার!

মোবাইল টাওয়ারে উঠে প্রধানমন্ত্রী হওয়ার আবদার জানালো এক ব্যক্তি৷ শনিবারের ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় পাক রাজধানী ইসলামাবাদে৷ মোবাইল টাওয়ারে চড়ে ওই ব্যক্তির দাবি, তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হোক৷ তাহলে সে ঋণে জর্জরিত দেশের অর্থনীতিকে চাঙ্গা করে দেবে৷ পরে অবশ্য ওই ব্যক্তিকে মোবাইল টাওয়ার থেকে নামিয়ে আনে পাক পুলিশ৷

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদের সারগোধা শহরের একটি মোবাইল টাওয়ারে হঠাৎ উঠে পড়ে এক ব্যক্তি৷ হাতে ছিল পাকিস্তানের জাতীয় পতাকা৷

মোবাইল টাওয়ারে ওঠার পর দুটি দাবি জানায় সে৷ প্রথমত তাকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে৷ দ্বিতীয়ত, পাকিস্তানের ঘাড়ে যত ঋণের বোঝা আছে প্রধানমন্ত্রী হওয়ার পর ছ’মাসের মধ্যে সেই বিপুল পরিমাণ ঋণের টাকা শোধ করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে দেবে৷

খবর পেয়ে উদ্ধারে আসে স্থানীয় থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ পুলিশ প্রথমে মোবাইল টাওয়ার থেকে নেমে যাওয়ার অনুরোধ করে৷ জবাবে সে জানায়, তাঁকে শুধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলতে দিতে হবে৷

ওই ব্যক্তির কথায় বিশেষ আমল না দিয়ে এরপর আধুনিক ল্যাডারের সাহায্যে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়৷ সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে৷ এখনও ওই ব্যক্তির নাম পরিচয় সামনে আনা হয়নি৷

এসএইচ-১৬/২৩/১৮ (অনলাইন ডেস্ক)