অল্পের জন্য ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পুলিশের গাড়ি (ভিডিও)

অল্পের জন্য ট্রেন

সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কিছু ঘটনা আমাদের সামনে আসে, যা দেখে শিহরিত হওয়ার বিকল্প থাকে না। ফেসবুকের সৌজন্যে সে রকমই এক ঘটনার ভিডিও আবারো সামনে এল।

তাতে দেখা যাচ্ছে, লেভেল ক্রসিং গেট কাজ না করার জন্য কীভাবে বিপদের মুখে পড়তে হয়েছে দ্রুত বেগে ছুটে যাওয়া পুলিশের গাড়িকে।

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের রাস্তা দিয়ে ছুটে চলেছে দু’টি গাড়ি। প্রথম গাড়িটি কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির। পেছনে ছুটে চলা গাড়িটি স্থানীয় পুলিশের।

কিছু দূর পর, প্রথম গাড়িটি রেল ক্রসিং পার হওয়ার সময়ই ছুটে আসে ট্রেন। ভাগ্যক্রমে ট্রেনের ধাক্কার হাত থেকে বেঁচে যায় গাড়িটি।

আর পেছনে থাকা পুলিশের গাড়িটির চালক কোনো রকমে ঘুরিয়ে নিলেন গাড়ির অভিমুখ। ফলে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গাড়িটি।

কিন্তু লেভেল ক্রসিংয়ের গেট তখনো খোলা। ট্রেনটি চলে যাওয়ার পর লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হতে লাগে।

পুরো ঘটনাটির ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ইলিনসের মোকেনা পুলিশের কর্মকর্তা পিটার স্ট্যাজলেউইক। তার পরই সেটি ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ভিডিও

আরএম-৪৪/২৯/১২ (অনলাইন ডেস্ক)