এ বাঁধাকপি মানুষের চেয়েও বড়!

এ বাঁধাকপি মানুষের

একটি বাঁধাকপি কত বড় হতে পারে, তাই বলে রীতিমতো মানুষের চেয়ে বড় আকৃতির! অস্ট্রেলিয়ার এক দম্পতি এমন এক বাঁধাকপির চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন।

সিএনএন জানায়, জ্যাকিস মার্শ এলাকার রোজেমারি নরউড তার স্বামী সিন ক্যাডম্যান সঙ্গে মিলে এ বাঁধাকপি চাষ করেন। নয় মাসের চেয়েও বেশি সময় ধরে পরিচর্যায় জন্ম নেয় এটি।

গত বছরের এপ্রিল থেকে নিজস্ব ইকো টুরিজম গেস্টহাউসে বৃহৎ আকৃতির সবজি চাষ করেন।

নরউড বলেন, “সবজি চাষে সব সময়ে তারা এমন সাফল্য পান না তারা। এ জন্য দরকার ভালো পরিবেশ, আর্দ্রময় প্রকৃতি এবং ভালো বৃষ্টি।”

তিনি আরও জানান, ক্যাঙ্গারুসহ ছোটখাটো প্রাণীর হাত থেকে রক্ষা করতে বাঁধাকপিটির বাইরে ছোট তারের প্রতিবন্ধক সৃষ্টি করা হয়। এ ছাড়া প্রজাপতি সহ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে এটিকে জাল দিয়েও ঢেকে রেখে পরিচর্যা কর হয়।

আরএম-০২/১৭/০২ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র: সিএনএন)