রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। বৃহস্পতিবার সকাল থেকেই পালিত হচ্ছে এসব আনুষ্ঠানিকতা।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে নগর আওয়ামী লীগ। এরপর সকাল সাড়ে ১০টার দিকে কুমারপাড়া দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ।

নগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার রেনী, সহভাপতি মোহাম্মদ আলী কামাল ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি আলাদা শ্রদ্ধা নিবেদন করে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে নগরীর লক্ষ্মীপুর মোড়ে দলীয় কার্যালয়ে অভিন্ন আলাদা কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কার্যালয় থেকে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ প্রচার হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা কর্মসূচি পালন করছে। জেলার নয় উপজেলায় নানান আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে ঐতিহাসিক এই দিনটি।

বিএ-১০/০৭-০৩ (নিজস্ব প্রতিবেদক)