ছেলেকে বন্ধক রাখতে চায় বাবা!

সাত মাসের ছোট ছেলে কোনো কাজে লাগে না, তাই তাকে বন্ধক দিতে নিয়ে গেল এক বাবা। হতভম্ব ওই বন্ধকী দোকানের মালিক পুলিশে খবর দেন। তবে পুলিশের কাছে সেই বাবা জানিয়েছে যে, একটা ভিডিও শ্যুট করতেই এই কাণ্ড ঘটায় সে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বন্ধকী দোকানে এসে নিজের সাত মাসের ছেলেকে কাউন্টারে চাপিয়ে দেয় ব্রায়ান স্লোকাম। বলে যে, এই ছেলে তার কোনো কাজে লাগে না, একে বন্ধক রাখলে কত টাকা পাওয়া যেতে পারে, সেই প্রশ্ন করে সে।

এরপরই ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। বিষ্ময়ের ঘোর কাটলে পুলিশে খবর দেন দোকান মালিক রিচার্ড জোর্ডান।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পুলিশ স্লোকামকে ধরলে সে জানায় যে একটা মজার ভিডিও শ্যুট করতেই এই কাজ সে করেছিল। আসলে ছেলেকে বিক্রি বা বন্ধক রাখার কোনো উদ্দেশ্য তার নেই।

তার ওপরে নজর রেখে পুলিশ গোয়েন্দাও জানিয়েছেন যে, ছেলের যত্নই করেন স্লোকাম। তাই তার বিরুদ্ধে আপাতত কোনো আইনি পদক্ষেপ করা হয়নি।

এসএইচ-০২/১২/১৯ (অনলাইন ডেস্ক)