সমকামী বিয়েতে বাধা নেই

এবার তাইওয়ান সরকার দেশটিতে সমকামী বিয়ের ক্ষেত্রে আইনগত বৈধতা দিয়েছে। ফলে দেশটির সমকামীদের বিয়ে করতে আর কোনো বাধা থাকলো না। এশিয়ায় তাইওয়ানই প্রথম এ ধরনের বিয়ের বৈধতা দিলো।

শুক্রবার তাইওয়ান সংসদে ৬৬-২৭ ভোটে এ সংক্রান্ত বিলটি পাস হয়। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার প্রশংসা করে টুইটারে এই সিদ্ধান্তকে ‘সত্যিকারের সমতার দিকে বড় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে ২০১৭ সালে তাইওয়ানের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছিলেন, সমকামী বিয়ে হতে না দেয়াটা অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট সরকারকে দুই বছরের মধ্যে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিয়ে বিল উপস্থাপন করতে বলেছিলেন। অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে বিয়ের সমতা আইন চালু হয়ে যাবে বলে জানিয়েছিলেন আদালত।

তবে গত বছরের নভেম্বরে সমকামীদের বিয়ে নিয়ে একাধিক গণভোটের আয়োজন করেছিল তাইওয়ান৷ সেই সময় ভোটাররা এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ‘দ্য কোয়ালিশন ফর দ্য হ্যাপিনেস অফ আওয়ার নেক্সট জেনারেশন’ নামের একটি সংগঠন বলছে, সংসদে বিল পাস করার মাধ্যমে গণভোটে অংশ নেয়া ৭০ লক্ষ ভোটারের ইচ্ছাকে পদদলিত করা হলো৷

দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শুরুতে সমকামী বিয়ের পক্ষে কথা বললেও পরে ভোটার হারানোর আশঙ্কায় সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে গড়িমসি করছিলেন।

এসএইচ-২২/১৮/১৯ (অনলাইন ডেস্ক)