আকাশ থেকে পড়লো রহস্যময় পাথর

প্রতিদিনের মতোই মাঠে কাজ করছিলেন কৃষকরা। হঠাৎ আকাশ থেকে কি যেনো একটা দ্রুত গতিতে নিচে পড়লো। এরপর বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। কাছে গিয়ে দেখা গেলো মাটি ভেদ করে পড়ে রয়েছে বিশাল আকৃতির একটি পাথর।

ভারতের বিহারের মধুবনিতে ঘটে যাওয়া ২৫ জুলাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। পাথরটি ঘিরে ব্যাপক রহস্য তৈরি হয়। পাথরটি নীচে পড়ার পর প্রায় ৪ ফুট গভীর গর্ত হয়ে যায়। পরে সেই গর্ত থেকে সেটাকে টেনে তুলে আনে স্থানীয় প্রশাসন।

পাথরটির বাইরের অংশে একাধিক আঙুলের ছাপের মতো খাঁজ রয়েছে। লোহার জিনিস কাছে নিয়ে গেলে আকর্ষণ করছে অর্থাৎ পাথরটির চৌম্বক ধর্মও রয়েছে। এটির ওজন ১৫ কেজি এবং আকার একটা ফুটবলের মতো।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই রহস্যজনক পাথর আসলে একটি উল্কাপিণ্ড। পাথরটি আপাতত বিহার মিউজিয়ামে রাখা রয়েছে।

বিজ্ঞানীরা জানান, পাথরটার বাইরের অংশে আঙুলের ছাপের মতো যে খাঁজ দেখা যাচ্ছে, সাধারণত উল্কা পৃথিবীর বায়ুস্তর ভেদ করার সময় এই খাঁজ হয়ে থাকে। তাই আপাতদৃষ্টিতে পাথরটিকে খসে পড়া উল্কার অংশ বলে মনে হলেও বিহারের শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টারের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পাথরটিকে নিয়ে।

এসএইচ-১৫/২৭/১৯ (অনলাইন ডেস্ক)