দেওয়াল ভেঙে এটিএম খুলে নিয়ে গেল চোর! (ভিডিও)

ভোররাতে প্রচন্ড শব্দে হঠাৎ ঘুম ভেঙে উঠল বাসিন্দাদের। যতক্ষণে শব্দের উৎসের দিকে সবাই ছুটে যান সকলে, দেখা যায় ডিগার ব্যবহার করে রাস্তার ধারের এটিএমের কাউন্টার ভাঙছে একদল মুখোশধারী।

তারপর এটিএমের টাকার ভল্ট সোজা তুলে নেওয়া হল পাশে রাখা একটি গাড়ির ছাদে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি নিয়ে চম্পট দিল মুখোশধারীদের দল।

না কোনও হলিউড মুভির দৃশ্য নয়। বাস্তবেই এমন ঘটেছিল উত্তর আয়ারল্যান্ডের ডান্গিভেনে। গত ৭ এপ্রিল এভাবেই অ্যাকশন মুভির কায়দায় এটিএমের টাকা চুরি করে এক দল দুষ্কৃতি। প্রথমে কাছেই একটি নির্মীয়মান আবাসনের থেকে ডিগারটি চুরি করে মুখোশধারীরা।

তারপর সেই ডিগার ব্যবহার করে দেওয়ালে বসানো এটিএম ভেঙে টাকার ভল্ট বের করে আনে তারা। তারপর পাকা হাতে ডিগারের সাহায্যেই ভল্টটি চাপিয়ে নেয় পাশে রাখা একটি কালো গাড়ির ছাদে। মোট সাড়ে চার মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজ সেরে চম্পট দেয় মুখোশধারীরা।

সম্প্রতি ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে স্থানীয় প্রশাসন। তারপরেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

https://youtu.be/-2m4aiTQWQ4

এসএইচ-২০/২৫/১৯ (অনলাইন ডেস্ক)