সাপের কথা শুনলেই সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। শিশু থেকে বৃদ্ধ সবাই খুব ভয় পায় সাপকে। কিন্তু একটি শিশু তাতে ভয় পায় না। বরং তার খেলার সঙ্গীই ওই সাপ। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে, একটি শিশু কাচের দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে। হলুদ রংয়ের পাইথন কাচ বেয়ে নেমে তার গায়ের উপরে পড়ল।
প্রিয় বন্ধুর মতো শিশুকে আদর করতে শুরু করে সাপটি। কপালে চুমুও দিতে দেখা যায় ওই সাপকে। তবে তাতে শিশুটি একটুও ভয় পায়নি। পরিবর্তে হাসিমুখে গোটা ঘটনাই উপভোগ করছে সে।
ভারতের টাইমস নাউ টিভির অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ওই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষাধিক ভিউ হয়ে গেছে।
https://youtu.be/IVkAuCpAQJ0
এসএইচ-০৬/২৮/১৯ (অনলাইন ডেস্ক)