শতবর্ষী নাবিক চিঠি পেলেন ৭০ হাজার!

১০৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রবীণ মার্কিন নাবিক উইলিয়াম হোয়াইট। এবারের বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে সারা বিশ্ব থেকে তাকে পাঠিয়েছে ৭০ হাজার চিঠি ও শুভেচ্ছা বার্তা।

প্রবীণ এই মার্কিন নাবিক বর্তমানে বাস করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটনে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবদান রাখায় অর্জন করেন সম্মানজনক পুরস্কার পার্পল হার্ট।

হোয়াইটকে সম্মান জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপারেশন ভ্যালেন্টাইন’ নামে এক প্রচার শুরু হয়। এতে ভালোবাসা দিবস উপলক্ষে বন্ধু ও অপরিচিতদের শুভেচ্ছাবার্তা পাঠাতে বলা হয়।

এমন ঘটনায় আপ্লুত উইলিয়াম হোয়াইট। এমন কিছু তিনি এর আগে কখনো শোনেননি বা দেখেননি। এই প্রবীণ নাবিক বলেন, সত্যিই চমৎকার। আমার জন্য যা করা হয়েছে তা দেখে আমি একেবারেই বাকরুদ্ধ।

এসএইচ-০৬/১৫/২০ (অনলাইন ডেস্ক)