ক্রিকেটপাগল কাকে বলে। সদ্য যুক্তরাষ্ট্র থেকে এসেছেন মাত্র। বিয়ে হলো পছন্দের মানুষের সঙ্গে। তবু ক্রিকেট ছাড়া গেল না! বিয়ের কাজ সেরেই সোজা স্টেডিয়ামে চলে আসেন।
ঘটনাটি বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের দিনের। নাম তার আলী হায়দার লাভলু। বসবাস করেন যুক্তরাষ্ট্রে। বাড়ি সিলেটের বিশ্বনাথের বুকশাইল গ্রামে। ছুটি নিয়ে আসেন বাংলাদেশে। উদ্দেশ্য বিয়ের কাজটা সেরে নেওয়া।
আর বিয়ের দিনই পড়ল বাংলাদেশের ম্যাচ। একদিকে বিয়ে, আরেকদিকে খেলা। কোনটা ছাড়বেন লাভলু। শেষমেশ বিয়ে করেই সিলেট স্টেডিয়ামে চলে যান তিনি। সঙ্গে পুরো বরযাত্রী।
এ নিয়ে লাভলুর মন্তব্য, ‘আমি ক্রিকেটের একজন বড় ভক্ত। ৩ মার্চ বিয়ে করেছি। বিয়ে করেই স্ত্রীকে বাসায় রেখে সরাসরি স্টেডিয়ামে চলে এসেছি। মাশরাফি, তামিম, রিয়াদদের আমি বড় ভক্ত।’
লাভলু বলেন, প্রেম ও পরিবারের সম্মতি উভয়ই ছিল বিয়েতে। তবে বাংলাদেশের খেলা যেহেতু তেমন দেখতে পারি না এবং বিয়ে করতেই এসেছি তাই এমন তাড়াহুড়ো করে চলে এলাম।”
নবপরিণীতা স্ত্রীর বিয়ের দিনেই বরের খেলা দেখা নিয়ে আপত্তি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, “আমাদের যখন টেলিভিশনে দেখিয়েছে তখনই ফোন এসেছে। ওনারাও আনন্দিত, আমরা তো বাসায়ই যাবো, নতুন জীবন শুরু হচ্ছে।”
বরের সাথে আসেন পাত্রীর ভাইও। তিনি বলেন, এমন দুলাভাই পেয়ে আমি আনন্দিত, যিনি খেলা ভালোবাসেন।
এসএইচ-১৬/০৪/২০ (অনলাইন ডেস্ক)