পিছনের দরজা দিয়ে পালান ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ভিডিও)

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাসে আক্রান্তের খবর শুনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন তার সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংস।

করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে শুক্রবার টুইট করার কিছুক্ষণ আগেও বরিসের সাথে অন্য কর্মকর্তাদের পাশাপাশি সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংসও তার কার্যালয়ে ছিলেন।

প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনেই তিনি কাউকে কিছু না বলে দ্রুত পেছনের দরজা দিয়ে বের হয়ে দৌড়াতে থাকেন। সবুজ জ্যাকেট পরিহিত কমিংস পালিয়ে যাওয়ার সময় কাঁধে ঝোলানো ল্যাপটপ ব্যাগটি বাঁ হাতে চেপে জোরে দৌড়াতে থাকেন তিনি।

ডেইলি মেইলের খবরে বলা হয়, বরিস সংক্রমণের ঘোষণা দেয়ার পরই ডমিনিক কামিংস নামের ওই উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

বরিস জনসন যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে টুইটবার্তায় বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গগুলো বৃদ্ধি পাওয়ার পর আমারও করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। এরপর পরই সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংস তার কার্যালয় ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, বাঁ হাতে একটা ব্যাগ কোনোরকমে চেপে ধরে ডমিনিক কামিংস ছুটে পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়ার সময় তার কাঁধে ল্যাপটপ ব্যাগ ঝোলানো ছিল।

এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসনের আক্রান্ত হওয়ার পর দেশটির স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্তের খবর পাওয়া গেছে। এরপর আজ খবর আসে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও। এরপর আক্রান্ত মন্ত্রী অ্যালিস্টার জ্যাক।

এসএইচ-১৮/২৯/২০ (অনলাইন ডেস্ক)