করোনায় প্রেমিক যুগলের মর্মান্তিক বিদায়

করোনা, প্রেমিক, যুগল, মর্মান্তিক, বিদায়, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, করোনাভাইরাস,

কয়েক সপ্তাহ আগেও পুরোপুরি সুস্থ ছিলেন স্টুয়ার্ট এবং আদ্রিয়ান বেকার।

এই প্রেমিক যুগল ৫১ বছর আগে বিয়ে করেন। তারা থাকতেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তাদের কারো মারাত্মক কোনো অসুস্থতা ছিল না। কিন্তু মার্চের মাঝামাঝি তারা অসুস্থ্য হয়ে পড়েন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার মাত্র ছয় মিনিটের ব্যবধানে তাদের মৃত্যু হয়। করোনার কারণে প্রেমিক যুগলের এমনই মর্মান্তিক বিদায় ঘটল।

স্টুয়ার্ট বেকারের বয়স হয়েছিল ৭৪ বছর। আর আদ্রিয়ান বেকারের ৭২ বছর।

তাদের সন্তান বুড্ডি বেকার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

এই ভাইরাসে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৩৫৭ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫২ জনের। আর ফ্লোরিডা অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৪৫। আর মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

এসএইচ-০৯/০৫/২০ (অনলাইন ডেস্ক)