বন্ধুকে সুটকেসে ভরে বাড়িতে আনার চেষ্টা

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সারা ভারতজুড়ে চলছে লকডাউন। এতে ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ। বাড়ি থেকে বের হয়ে মাঠে খেলতেও পারছে না শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বন্ধুর সঙ্গে খেলা আর আড্ডা দিতে তাকে সুটকেসে ভরে নিজের ফ্ল্যাটে নিয়ে আসছিল এক কিশোর। তবে ধরা পড়ে থানায় যেতে হয় দু’জনকেই।

রোববার দেশটির কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে এ ঘটনা ঘটে বলে জানায় ইন্ডিয়া টুডে।

জানা যায়, লকডাউন চলাকালে ওই কিশোরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনের পর দিন ঘরে বন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়া ওই কিশোর এক পর্যায়ে সুটকেসের মধ্যে বন্ধুকে ভরে বাসায় নিয়ে আসার চেষ্টা চালায়।

কিন্তু এতো প্রচেষ্টার পরও লাভ হয়নি। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রবেশের মুখে সুটকেসের মধ্যে কিছু একটা নড়তে দেখে ওই কিশোরকে সুটকেস খুলতে বাধ্য করে সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। সুটকেস খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে ওই কিশোরের এক বন্ধু। পরে ওই দুই কিশোরকে থানায় সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা।

স্থানীয় পুলিশ জানায়, পরে ওই দুই কিশোরের অভিভাবকদের ডেকে সতর্ক করে তাদের ছেড়ে দেয়া হয়। এই ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি।

এসএইচ-১৪/১৫/২০ (অনলাইন ডেস্ক)